বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
আপন নিউজ অফিসঃ ধানখালীতে ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক পটুয়াখালী (আরএনপিএল) বিদ্যুৎকেন্দ্রে চুরির সাথে বিএনপি’র কোন সম্পৃক্ততা নাই এমন দাবি করে সংবাদ সম্মেলন করেছে ধানখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ তালুকদার। রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ধানখালীর ফুলতলী বাজার বিএনপি’র অফিস কার্যালয় এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ তালুকদার বলেন, গত ১৪ জানুয়ারী ২০২৫ তারিখে বিভিন্ন অনলাইন নিউজপোর্টাল সহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় বিদ্যুৎ প্লান্টে চুরি শিরোনামে সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদ আমরা দেখতে পাই চুরির সাথে যারা জড়িত তাদের অনেককেই বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মী হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, এ চুরির সাথে বিএনপি’র কোন সম্পৃক্ততা নাই। ষড়যন্ত্রমূলক বিএনপি’র কিছু অঙ্গ সংগঠনের নাম দিয়ে মামলা করার ষড়যন্ত্রে কিছু লোক লিপ্ত রয়েছে। আমরা অত্যন্ত আস্থার সাথে বলছি, যদি বিএনপি’র কোন লোক জড়িত থাকে তাহলে দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলাম। তিনি আরো বলেন, বিষয়টি একটি কুচক্রি মহল বিএনপি’র ভাব মূর্তি ক্ষুন্ন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত এবং এ ঘটনার সাথে আমাদের দলের কোন নেতা কর্মীর সম্পৃক্ততা নাই। মিথ্যা ভিত্তিহীন সংবাদের জোড় প্রতিবাদ জানাই এবং মিথ্যা মামলায় যে সকল নেতা কর্মীর নাম জড়িয়ে হয়রানীমূলক মামলা করা হয়েছে তা প্রত্যাহারের দাবী জানান তিনি। এ সময় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply