শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ চেতনানাশক খাইয়ে অচেতন করে ঘরের মালামাল, টাকাপয়সা, স্বর্ণালংকার লুটে নেওয়া চক্রের দুই হোতাকে স্থানীয়রা পাকড়াও করে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করেছে। এরা হচ্ছে সজিব তালুকদার (৩৫) ও সবুজ সিকদার (৩৫)। সোমবার সকাল নয় টার দিকে এদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দিবাগত রাত তিনটার দিকে মহল্লাপাড়া গ্রামের জুলহাস হাওলাদারের বসতঘরে ঢুকে মালামাল চুরি করার সময় এক জনকে পাকড়াও করা হয়।
স্থানীয় চৌকিদার মোঃ সোহাগ মিয়া জানান, প্রথমে এ চক্রের সজিবকে ধরা হয়। তার ভাষ্যমতে পরে সকালে সবুজ কে আটক করা হয়। চোর চক্রের মূল হোতা সজিবের পাল্টা আক্রমণে বাড়ির মালিক জুলহাস ও তার ছেলে ইসা আহত হয়েছে। সজিবের কাছ থেকে একটি ব্যাগে পাউডার জাতীয় কিছু উদ্ধার করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply