শনিবার, ২২ মার্চ ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ধানখালী ইউনিয়নের এস, এইচ এন্ড আশ্রাফ একাডেমী বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ উদ্বোধন করা হয়।
ধানখালী ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার।
বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আফজাল হোসেন উকিল, সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ধানখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান কাজল তালুকদার, কলাপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর তরুণ গাজী, ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ তালুকদার, ইউনিয়ন যুবদলের সভাপতি তপন মৃধাসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী প্রমূখ।
শিক্ষা পদক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক আয়োজনের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য উদ্বুদ্ধ করা হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply