শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া হেতালবাড়িয়া স্লুইস ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহে বাধা সৃষ্টি হয়েছে। এতে কৃষক ও জেলে পরিবারগুলো চরম বিপদের মুখে পড়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, স্লুইসের দুই পার ভরাট হওয়ায় পানি ওঠা-নামা ব্যাহত হচ্ছে। ফলে কৃষিকাজের জন্য পানি সংগ্রহ ও মৎস্য শিকার বাধাগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তারা।
এ বিষয়ে কথা বলেন স্থানীয় বাসিন্দা আব্দুল সালাম ফকির। তিনি জানান, “পানি প্রবাহ স্বাভাবিক না থাকায় চাষাবাদ করতে পারছি না। মাছও তেমন ধরা পড়ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের জীবিকা হুমকির মুখে পড়বে।”
স্থানীয় মোঃ বাদশা প্যাদা বলেন, “স্লুইসের দুই পারে চর হয়ে ভরাট হয়ে গেছে। বর্ষা মৌসুমে এ সমস্যা আরও বাড়বে। কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।”
এদিকে, স্থানীয় কৃষক ও জেলে পরিবারগুলো স্লুইসটি সংস্কারের দাবি জানিয়েছেন। তারা আশা করছেন, দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের এই সংকট থেকে মুক্তি দেওয়া হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply