শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ১০ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এনসান গেদু (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৮ মার্চ) সকালে ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রাম থেকে এনসান গেদুকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক অভিযোগ অনুযায়ী, এনসান গেদু ওই মাদ্রাসা শিক্ষার্থীকে তার বাসায় ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনাটি স্থানীয়দের নজরে আসার পর তারা পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত অভিযোগটি তদন্ত করে এনসান গেদুকে গ্রেফতার করে।
স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন, অপরাধীর দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং শিশুদের সুরক্ষার জন্য আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।
কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, অভিযুক্ত এনসান গেদুকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে।
এ ধরনের ঘটনায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের সুরক্ষার বিষয়ে জোর দেওয়া প্রয়োজন বলে মনে করছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply