শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন
আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী কে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ এনছান আলী মৃধা ওরফে গেদুর (৬৫) মুক্তির দাবিতে দুই শতাধিক নারী-পুরুষ মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে লোন্দা সড়কে এ কর্মসূচি পালিত হয়। গ্রামের নারী-পুরুষ বৃদ্ধ বয়সী মানুষ এ সমাবেশ মানববন্ধনে অংশ নেন। তারা এ মামলা মিথ্যা হয়রানিমূলক দাবি করে প্রত্যাহারের দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা হারুন মাতুব্বর, স্থানীয় বাসীন্দা কবির মোল্লা, শাহীন মোল্লা, সালেহা বেগম, সেলিনা বেগম প্রমুখ। বক্তারা দাবি করেন, গ্রেপ্তার হওয়া বৃদ্ধ এনসান মৃধাকে পরিকল্পিতভাবে হয়রাণির জন্য এই মামলাটি করা হয়েছে। এই মানুষটি এখন সঠিকভাবে চলাচল করতে পারেন না। মামলার বাদী নিজেদের অপকর্ম ঢাকতে এই পন্থা বেছে নিয়েছেন। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করেন।
উল্লেখ্য, শনিবার (৮ মার্চ) সকালে ধানখালীর পশ্চিম লোন্দা গ্রাম থেকে এনসান মৃধা কে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত এনসান মৃধা বর্তমানে জেল হাজতে রয়েছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply