শনিবার, ২২ মার্চ ২০২৫, ০২:২০ অপরাহ্ন
আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলায় কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাবেক শিক্ষার্থীদের ইফতার মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কলাপাড়া কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল কলাপাড়ার আড্ডা খানা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা প্রশাসন বিভাগের উপ-ব্যবস্থাপক আল মামুন জসিম জানান, এই প্রথম বারের মত ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরামের ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে পারষ্পরিক পরিচয় এবং মতবিনিময় এর মাধ্যমে সম্পন্ন হয়। তিনি উক্ত ফোরামের মাধ্যমে কলাপাড়া উপজেলায় কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটগনের মধ্যে আন্তরিকতা, সুসম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন। এসময় পূবালী ব্যাংক কলাপাড়া শাখা ব্যবস্থাপক মো: সাকিব মাহমুদ, আরএনপিএল উপব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) আমিনুল ইসলাম, উপব্যবস্থাপক, নিরাপত্তা প্রশাসন, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র – আল মামুন জসিম, পায়রা বন্দর কর্তৃপক্ষ সহকারী পরিচালক মোস্তাকিম রামিম, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র উপ ব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) মো. দেলোয়ার হোসেন পায়রা বন্দর কর্তৃপক্ষ সহকারী পরিচালক মেহেদী হোসেন সোহাগ, পায়রা বন্দর কর্তৃপক্ষ সহকারী পরিচালক, সাইফুক ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply