শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
রিপোর্ট-বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী আবাসনে ঘরে ঢুকে দশম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে কলেজ ছাত্র নুর আলম (২১) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ভিকটিম ছাত্রীকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল ইসলাম জানান, ঘটনার শিকার ছাত্রীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার রাতে পুলিশ নুর আলমকে গ্রেফতার করে। সে একই এলাকার কাওসার ব্যাপারীর ছেলে। পুলিশ কর্মকর্তা বলেন, রাতে ওই ছাত্রী নিজ ঘরে ঘুমানো ছিলো। এসময় নুর আলম কৌশলে ঘরে ঢুকে ওই ছাত্রীকে ধর্ষণ করে। এসময় তার ডাক চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে নুর আলম পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে রাতেই তাকে গ্রেফতার করে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে বুধবার কলাপাড়া থানায় মামলা দায়ের করেছে। গ্রেফতার নুর আলম কে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply