বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
আপন নিউজ অফিসঃ পবিত্র মাহে রমযানের পবিত্রতা ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে দক্ষিণবঙ্গ অবসরপ্রাপ্ত সেনা ঐক্য সমবায় সমিতির উদ্যোগে বৃহস্পতিবার (২০ মার্চ) মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক এবং সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহজাহান পারভেজ, উপজেলা যুবদলের আহবায়ক হারুন অর রশিদ, ১ নং যুগ্ম আহ্বায়ক মোঃ মজিবুর রহমান, দক্ষিণবঙ্গ অবসরপ্রাপ্ত সেনা ঐক্য সমবায় সমিতির সভাপতি সার্জেন্ট মোঃ সামসুল হক (অবঃ), সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ হুমায়ুন কবির (অবঃ), সাংগঠনিক সম্পাদক ল্যান্স কর্পোরাল মোঃ তরিকুল ইসলাম (অবঃ), কোষাধক্ষ্য সার্জেন্ট মোঃ মাইনুল ইসলাম (অবঃ), কার্যকারী সদস্য সার্জেন্ট মোঃ আলাউদ্দিন খান (অবঃ) ও সার্জেন্ট মোঃ নুর এ আলম (অবঃ), কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, গোয়েন্দা সংস্থা কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি গাজী মোঃ হারুন, সাবেক কাউন্সিলর কামরুল ইসলাম রতন গাজী, মোঃ জাকির হোসেন সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী রুহুল আমিন অভি, উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম প্রমুখ সহ দক্ষিণবঙ্গ অবসরপ্রাপ্ত সেনা ঐক্য সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হাজী হুমায়ুন সিকদার তার বক্তব্যে বলেন, “রমজান মাস আমাদেরকে আত্মশুদ্ধি ও সামাজিক সম্প্রীতির শিক্ষা দেয়। এই পবিত্র মাসে আমরা সবাই মিলে সমাজের কল্যাণে কাজ করবো এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবো।” তিনি দক্ষিণবঙ্গ অবসরপ্রাপ্ত সেনা ঐক্য সমবায় সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানান।
দক্ষিণবঙ্গ অবসরপ্রাপ্ত সেনা ঐক্য সমবায় সমিতির সভাপতি সার্জেন্ট মোঃ সামসুল হক (অবঃ) বলেন, “আমরা সমাজের উন্নয়ন ও মানুষের সেবায় সর্বদা প্রস্তুত। রমজান মাসে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন আমাদেরকে আরও বেশি ঐক্যবদ্ধ করে তুলেছে।”
অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি ও নেতৃবৃন্দ রমজান মাসের পবিত্রতা ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। ইফতারের পর উপস্থিত সকলকে নিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply