বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় দেশের সর্বাধিক প্রচারিত ও জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র প্রতিষ্ঠাবার্ষীকি উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের অডিটোরিয়ামে আলোচনা সভা ও ইফ্তার মাহফিলের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিদিনের কলাপাড়া প্রতিনিধি উত্তম কুমার হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সভাপতি মো. শামছুল আলম, খেপুপাড়া কো-অপারেটিব সাপ্লাই এন্ড সেল সোসাইটি লিমিটেডের সভাপতি বিশ্বাস শফিকুর রহমান টুলু, কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম, ওসি তদন্ত মো.মোস্তাফিজুর রহমান।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালিন সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা, সাবেক সভাপতি এস কে রঞ্জন, কলাপাড়া বিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সাবেক সাধারন সম্পদক মো.ফরিদ উদ্দিন বিপু, আমরা কালাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, এনজিও কর্মী সাইফুল্লা সাইফ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও দেশের অগ্রগতি কামনায় বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসার শিক্ষক মো.ফোরকানুল ইসলাম ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply