শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

আপন নিউজ অফিসঃ ফি’লি’স্তি’নে চলমান নৃশংস গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকবৃন্দ। সোমবার (৭ এপ্রিল) দুপুরে কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ফি’লি’স্তি’নে চলমান সহিংসতা বন্ধের দাবি জানিয়ে বিশ্ব সম্প্রদায়ের প্রতি কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক আসলাম সিকদার, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ ও কলেজ শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান খান।
এছাড়াও মা’ন’ব’বন্ধ’নে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. মুরাদ উল্লাহ, সহকারী অধ্যাপক নাজমা আক্তার, সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম ও সহকারী অধ্যাপক ফয়েজ আহমেদসহ কলেজের শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, নিরীহ শিশু, নারী ও সাধারণ মানুষের ওপর চালানো এই গণহত্যা মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ। তারা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার দাবি জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply