শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

আপন নিউজঃ কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে গতকাল গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তেগাছিয়া ইউনিয়ন বিএনপির অফিসসহ তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক ১টা থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো-
১। রুবেল পাহলানের চৌচালা টিনসেট মুদি ও চায়ের দোকান
২। আঃ হক-এর টিনসেট মুদি দোকান
৩। জালাল আহাম্মদের কিটনাশক ঔষধের দোকান
এছাড়াও, বাজারে অবস্থিত তেগাছিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়টিও আগুনে পুড়ে যায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং কলাপাড়া থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় প্রায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস, দোকান মালিক এবং স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছে।
ঘটনার পরে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ব্যবসায়ীরা তাঁদের জীবনের জমানো সঞ্চয় হারিয়ে দিশেহারা। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply