শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

আপন নিউজঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলাপাড়া থানা শাখার সভাপতি মোঃ আব্দুল্লাহ ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করে তিনি উল্লেখযোগ্য অবদান রাখলেও সাম্প্রতিক পারিবারিক সমস্যার কারণে সংগঠনের প্রতি দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছেন না বলে জানিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি বলেন, “দীর্ঘদিন ধরে আমি সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করে এসেছি, যা আমার জীবনের একটি গর্বিত অধ্যায়। তবে দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বর্তমানে কিছু ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে সংগঠনের প্রতি আমার দায়িত্ব যথাযথভাবে পালনে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।”
তিনি আরও জানান, সংগঠনের প্রতি তাঁর অগাধ শ্রদ্ধা, ভালোবাসা এবং আগ্রহ সবসময়ই থাকবে। ভবিষ্যতেও দেশের ও জাতির কল্যাণে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।
উল্লেখ্য, মোঃ আব্দুল্লাহ রোববার (২০ এপ্রিল) তার পদত্যাগপত্র জমা দেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply