শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

আপন নিউজঃ কলাপাড়ায় এসএসসি পরীক্ষায় খারাপ ফলাফলের আশঙ্কায় আ/ত্ম’হ/ত্যা করেছে রিমি (১৬) নামের এক পরীক্ষার্থী। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আলীপুর এলাকায় ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
রিমি মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তার বাড়ি চাঁদপুর জেলায়। পড়াশোনার সুবাদে তিনি আলীপুরে মা-বাবার সঙ্গে বসবাস করতেন। তার বাবা আব্দুল খালেক এবং মা খাদিজা বেগম।
নিহতের মা জানান, “পরীক্ষা শেষে রিমি বাসায় ফিরে আসে। খাওয়ার জন্য ডাকলে জানায়, পরীক্ষাটা ভালো হয়নি, পরে খাবে বলে নিজের কক্ষে চলে যায়। অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘর মালিককে জানাই। পরে জানালা দিয়ে দেখে রিমি মেঝেতে নিথর পড়ে আছে। দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত কুয়াকাটা ২০ শয্যার হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জে এইচ খান লেলিন জানান, “রিমি ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরে ওড়না ছিঁড়ে গেলে সে মেঝেতে পড়ে যায়। গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
ঘটনার বিষয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনিমেষ হাওলাদার বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply