মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন
মনিরুল ইসরামঃ
বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগানকে হৃদয়ে ধারণ করে বাংলাদেশ পুলিশের অন্যতম এলিট ফোর্স “রে্পিড এ্যাকশন ব্যাটেলিয়ন ” প্রতিনিয়ত বাংলাদেশের অপরাধ নির্মূল এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও দুর্যোগকালীন মানবিক
কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় গত ২০ মে দেশের উপকূলীয় অঞ্চলে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আম্ফানের কারণে ক্ষতিগ্রস্থ ও গৃহহীন মানুষের পাশে বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প কর্তৃক আজ শুক্রবার সকাল ১০টার সময় পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন এলাকায় আম্ফানে ক্ষতিগ্রস্ত, গৃহহীন ও নিম্ন আয়ের পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পটুয়াখালী ক্যাম্প এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে এ ত্রাণ সাহায্য বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত, গৃহহীন ও দূরত্বদের মাঝে চাল, ডাল, চিনি, তৈল,
সেমাই, পেঁয়াজ, আলু, চিড়া বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ সদস্যরা।
আলিপুরের আঃ বারেক (পচা চা) বলেন, আমার একটিমাত্র ছেলে তাও আলাদা থাকে আমি খুব কষ্টে জীবন যাপন করছিলাম । এই সাহায্য পেয়ে আমি খুব উপকৃত হয়েছি। র্যাব-৮, পটুয়াখালী কে আন্তরিক ধন্যবাদ জানাই।
মহিপুরের মন্নান মাঝি জানান, করোনার কারণে দীর্ঘদিন আমি সাগরে যেতে পারিনি। এখন অবরোধ চলছে । আমি খুব কষ্টে সংসার পরিচালনা করছিলাম। এসময়ে র্যাব-৮, পটুয়াখালী আমাদের পাশে দাঁড়িয়েছে তাদের ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply