বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতিতে আর্থিক অস্বচ্ছলতা দূরীকরনে মসজিদ সমূহের অনুকূলে প্রধানমন্ত্রীর সানুগ্রহ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের শেখ কামাল অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ প্রদান কার্যক্রম’র উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমাম মহিব এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, আওয়ামীলীগ নেতা ড. শহীদুল ইসলাম বিশ্বাস। এ সময় ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে ১৯৪ জন ঈমাম, মোয়াজ্জিম ও খাদেমদের মাঝে পাচ হাজার টাকা করে প্রদান করা হয়। অর্থ প্রদানের পূর্বে বঙ্গবন্ধুর রুহের মাগফিরত ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply