কলাপাড়া হাসপাতালে সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা! | আপন নিউজ

শনিবার, ২৭ Jul ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বাংলাদেশ অটোরিকশা শ্রমিক লীগ কলাপাড়া উপজেলা শাখার কমিটি অনুমোদন; রাহাত সভাপতি কলাপাড়ার লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের ০২ নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কলাপাড়ার লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের ১ নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আমতলীতে সুবন্ধির বাঁধ লক্ষাধিক মানুষের মরণ ফাঁদ; কাটার দাবীতে বিক্ষোভ মিছিল কলাপাড়ায় ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত কলাপাড়ায় দালালদের দাপটে অসহায় রোগী; ডায়াগনস্টিক ও ক্লিনিকের মালিকদের সতর্ক কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ত্রাণ প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোষ্ট; এবার পর্নোগ্রাফী আইনে মামলা দায়ের আমতলীতে যৌ’তু’ক দিতে অস্বীকার করায় স্ত্রীকে পি’টি’য়ে জ’খ’ম আমতলীতে এক বছরের শিশু পানিতে ডু’বে মৃ-ত্যু
কলাপাড়া হাসপাতালে সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা!

কলাপাড়া হাসপাতালে সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা!

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়া উপজেলার গ্রাম-গঞ্জে থেকে সরকারি সেবা গ্রহনের জন্য ছুটে আসতেন সাধারণ রোগীরা। এ হাসপাতালের রোগীদের জন্য সব ধরনের সরকারি সেবা থাকা সত্ত্বেও হাসপাতালের কতিপয় ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করাতে তাদের নির্দিষ্ট ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিকগুলোতে পাঠিয়ে থাকে। এতে মোটা অঙ্কের অর্থের পরীক্ষা-নিরীক্ষা করতে হয় রোগীদের। অনেক রোগীরা অর্থের অভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে না পারায় চলে যেতে বাধ্য হয়। এতে সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে এ উপজেলার সাধারণ রোগীরা।
 মঙ্গলবার বেলা ১১ টার দিকে কলাপাড়া হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রোগী হাসপাতালের কতিপয় ডাক্তারদের কক্ষে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের হাতে ধরিয়ে দেয় ডাক্তারের নির্দিষ্ট ল্যাবের ভিজিটিং কার্ড। রোগীদের কাছে জানতে চাইলে চিকিৎসা নিতে আসা রোগী বলেন, ডাক্তারের কক্ষে গেলে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বাইরে পাঠিয়ে দেয় তাই ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিকে ভিজিটিং কার্ড নিয়ে পাঠিয়ে দেয়, যাতে তাদের নির্দিষ্ট ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিকে টেস্ট করতে পারি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলদার আপন নিউজ কে বলেন, রোগের অনুযায়ী অনেক রোগীকে বাইরে পরীক্ষা-নিরীক্ষা করতে হয়। তবে নির্দিষ্ট ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিকে যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা দেওয়া হয় না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!