বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০৮:৪৬ অপরাহ্ন
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের আঃ রাজ্জাক হাওলাদারের কন্যা মোসাঃ হাজেরা বেগমের সঙ্গে একই এলাকার মোঃ হানিফ হাওলাদারের পুত্র মোঃ সাকুর হাওলাদারের সাথে ১৫ বছর আগে মুসলিম শরীয়ামতে রেজিষ্ট্রারীকৃত কাবিনমুলে বিবাহ হয়।
বিবাহের সময় হাজেরার বাবা তিন লাখ টাকার স্বর্ণালংকার ও উপঢৌকন দিয়ে সাকুরের বাড়ী তুলে দেয়। অনেক দিন সুখে শান্তিতে বসবাস করায় দু’ টি সন্তান জম্ম দেন। যথাক্রমে ইয়ামিন (৯), আরিফা (৫) বছর। পরবর্তীতে সাকুর হাওলাদার বেকার অবস্থা থেকে বিভিন্ন অপরাধমুলক কাজে জড়িত হয়ে অর্থ হারিয়ে স্ত্রীর নিকট তিন লাখ টাকা যৌতুক হিসেবে দাবী করে।
স্ত্রী মোসাঃ হাজেরা বেগমকে নানাভাবে নির্যাতন করে আসছে। হাজেরা বেগম স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে তার বাবা মাকে জানান, তার পিতামাতা জামাতার যৌতুক দাবী পুরনে অপরগতা জ্ঞাপন করেন।
এতে ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে সাকুর হাওলাদার তার বাব মোঃহানিফ হাওলাদার ও শাশুড়ী শাহিনুর বেগম ঘরের দরজা বন্ধ করে হাত-পা বেধে শারীরিকভাবে নির্যাতন চালায়। পরে হাজেরার আর্তচিৎকারে পার্শবতি লোকজন এসে হাজেরাকে উদ্ধার করে। পরে হাজেরার শারীরিক অবস্থা সংকটাপন্ন দেখে তাকে চিকিৎসার কথা বলে সাকুরে মামা বাড়ী কলাপাড়া পৌর শহরের বাদুরতলী আটকে রাখে।
এমন খবর হাজেরার বাবা ও ভাই সেখান থেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে হাজেরা বেগম কলাপাড়া হাসপাতালের বেডে কাঁদাচ্ছে।
এব্যাপারে অভিযুক্ত মোঃ সাকুর হাওলাদার এর সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে মামলার প্রস্তুতি চলছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply