কলাপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে বেদে শারীরিক নির্যাতন | আপন নিউজ

শনিবার, ২৭ Jul ২০২৪, ০৬:১৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বাংলাদেশ অটোরিকশা শ্রমিক লীগ কলাপাড়া উপজেলা শাখার কমিটি অনুমোদন; রাহাত সভাপতি কলাপাড়ার লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের ০২ নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কলাপাড়ার লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের ১ নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আমতলীতে সুবন্ধির বাঁধ লক্ষাধিক মানুষের মরণ ফাঁদ; কাটার দাবীতে বিক্ষোভ মিছিল কলাপাড়ায় ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত কলাপাড়ায় দালালদের দাপটে অসহায় রোগী; ডায়াগনস্টিক ও ক্লিনিকের মালিকদের সতর্ক কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ত্রাণ প্রতিমন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোষ্ট; এবার পর্নোগ্রাফী আইনে মামলা দায়ের আমতলীতে যৌ’তু’ক দিতে অস্বীকার করায় স্ত্রীকে পি’টি’য়ে জ’খ’ম আমতলীতে এক বছরের শিশু পানিতে ডু’বে মৃ-ত্যু
কলাপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে বেদে শারীরিক নির্যাতন

কলাপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে বেদে শারীরিক নির্যাতন

আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় যৌতুকের দাবী মিটাতে না পারায় স্বামীর নির্যাতনে দু’ সন্তানের জননী মোসাঃ হাজেরা বেগম কলাপাড়া হাসপাতালের বেডে মৃত্যু ঝুঁকি নিয়ে কাঁদাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের আঃ রাজ্জাক হাওলাদারের কন্যা মোসাঃ হাজেরা বেগমের সঙ্গে একই এলাকার মোঃ হানিফ হাওলাদারের পুত্র মোঃ সাকুর হাওলাদারের সাথে ১৫ বছর আগে মুসলিম শরীয়ামতে রেজিষ্ট্রারীকৃত কাবিনমুলে বিবাহ হয়।

বিবাহের সময় হাজেরার বাবা তিন লাখ টাকার স্বর্ণালংকার ও উপঢৌকন দিয়ে সাকুরের বাড়ী তুলে দেয়। অনেক দিন সুখে শান্তিতে বসবাস করায় দু’ টি সন্তান জম্ম দেন। যথাক্রমে ইয়ামিন (৯), আরিফা (৫) বছর। পরবর্তীতে সাকুর হাওলাদার বেকার অবস্থা থেকে বিভিন্ন অপরাধমুলক কাজে জড়িত হয়ে অর্থ হারিয়ে স্ত্রীর নিকট তিন লাখ টাকা যৌতুক হিসেবে দাবী করে।

স্ত্রী মোসাঃ হাজেরা বেগমকে নানাভাবে নির্যাতন করে আসছে। হাজেরা বেগম স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে তার বাবা মাকে জানান, তার পিতামাতা জামাতার যৌতুক দাবী পুরনে অপরগতা জ্ঞাপন করেন।

এতে ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে সাকুর হাওলাদার তার বাব মোঃহানিফ হাওলাদার ও শাশুড়ী শাহিনুর বেগম ঘরের দরজা বন্ধ করে হাত-পা বেধে শারীরিকভাবে নির্যাতন চালায়। পরে হাজেরার আর্তচিৎকারে পার্শবতি লোকজন এসে হাজেরাকে উদ্ধার করে। পরে হাজেরার শারীরিক অবস্থা সংকটাপন্ন দেখে তাকে চিকিৎসার কথা বলে সাকুরে মামা বাড়ী কলাপাড়া পৌর শহরের বাদুরতলী আটকে রাখে।

এমন খবর হাজেরার বাবা ও ভাই সেখান থেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে হাজেরা বেগম কলাপাড়া হাসপাতালের বেডে কাঁদাচ্ছে।
এব্যাপারে অভিযুক্ত মোঃ সাকুর হাওলাদার এর সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে মামলার প্রস্তুতি চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!