শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
রাসেল মোল্লাঃ
কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন খলিফা (৬৫) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন ( ইন্না….. রাজিউন)। শুক্রবার (১২ জুন) দিবাগত রাত তিনটায় বরিশালে আলেকান্দা সড়কের নিজ বাসায় ইন্তেকাল করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: চিন্ময় হাওলাদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল জানান, বৃহস্পতিবার রাত ৩ টায় শিক্ষক ফরিদ উদ্দিন খলিফা মারা যায়। সে কয়েকদিন ধরে জ্বর,শ্বাসকষ্ট ও সর্দিতে ভুগছিলেন। শুক্রবার সকালে তার মরদেহ কলাপাড়ার ডালবুগঞ্জের গ্রামের বাড়ি নিয়ে আসা হয়। উপজেলা প্রশাসনের নির্দেশে করোনা প্রটোকল অনুযায়ী তাকে দাফন করা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply