শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন
এম.এ হান্নান, বাউফল:
পটুয়াখালীর বাউফলে করোনাকালে পুলিশের সেবা সাধারন জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম সম্প্রসারিত করতে স্বাস্থ্য বিধি মেনে বিট পুলিশিং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯জুন) সকাল সাড়ে ১০টার দিকে পৌর সভার ১নং বিট কার্যালয়ে¡ ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান আলোচক থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন,‘ পুলিশ জনগণের বন্ধু। পুলিশের সেবা সাধাধর মানুষের দৌড় গোড়ায় পৌছে আমরা বদ্ধপরিকর। থানা এলাকায় বিট পুলিশের মাধ্যমে বিভিন্ন জোনে ভাগ করা হয়েছে। এসব বিট কার্যালয়ে সাধারন মানুষ অতি সহজে পুলিশি সেবা পাবে। সাধারন মানুষ মাদক নারী নির্যাতনসহ সকল সমাজিক অপরাধের তথ্য দিতে পারবে।
তিনি আরো জানান, পৌর শহরে ৫টি ও কালাইয়া ও বগা বন্দরে ২টি বিট পুলিশিং কার্যালয়ে রয়েছে। এসব কার্যালয় কার্মকান্ড প্রসারিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন- ১নং বিট অফিসার ও এসআই মৃনাল চন্দ্র সরকার, বাউফল প্রেস ক্লাবের যুগ্ম- সাধারন সম্পাদক এম. নাজিম উদ্দিন, সাংবাদিক এম.এ হান্নান, সাংবাদিক উত্তম কুমার প্রমূখ।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply