বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০২:৫০ অপরাহ্ন
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ায় জেলেদের জালে ধরা পরেছে ৫০ মন পোয়া মাছ। শুক্রবার সকালে স্থানীয় মাছ বাজারে মাছগুলো প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়।
ট্রলার মালিক মো. সহিদ জানান, বৃহস্পতিবার রাতে বালিয়াতলী নির্মাণাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন আন্ধারমানিক নদীর বাঁকে ট্রলারে থাকা ৭ জন জেলেদের নিয়ে জাল ফেলা হয়। শুক্রবার ভোরে জাল তুলতে গিয়ে ট্রলারের সকলেই বিস্মিত হই। প্রতিটি পোয়া মাছের ওজন ৩শ’ থেকে ৭শ’ গ্রাম পর্যন্ত। তার ধারনা পোয়ার একটি বিশাল ঝাঁকের কিছু অংশ তাদের জালে ধরা পড়েছে। দ্রুত জাল তুলে তারা একটি ছোট্ট ট্রলারে মাছ নিয়ে কলাপাড়া মাছ বাজারে আসেন।
স্থানীয় মাছ ব্যবসায়ী মো. মাহবুব সিকদার জানান, সর্বচ্চ দর দাতা হিসেবে প্রকাশ্য নিলামে ৪ শত টাকা কেজি দরে মাছগুলো ক্রয় করি। স্থানীয় বাজারে অল্প কিছু মাছ বিক্রি করেছি, বাকি মাছগুলো বরিশাল পোর্ট রোড মাছের আড়তে পাঠিয়েছি।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply