কলাপাড়া হাসপতালের ব্রাদার্সসহ নতুন করে ৬ জন করোনা সনাক্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিম্ময় হাওলাদার। শনিবার (৪ জুলাই) রাতে কলাপাড়া থানার এস, আই আবুল হোসেন, রোববার (৫ জুলাই) কলাপাড়া হাসপাতালের ব্রাদার্স আবদুল হালিম (৫০) ও পৌরশহরের এতিমখানার নজরুল ইসলাম সড়কের একই পরিবারে ৫ জন।
এরা হলেন, রাতুল (১৭), রাইসা (১৬), রাবেয়া বেগম (৬৫),জয়নব বেগম (৫৫) ও রুপন্তি (১৩) করোনায় আক্রান্ত হয়েছে।
গত ২৬ মার্চ থেকে ৫ জুলাই পর্যন্ত কলাপাড়ায় ৪২৬ জনের নমুনা সংগ্রহ হয়েছে। তার মধ্যে ৩২৬ জনের করোনা রির্পোট পাওয়া গেছে।
তার মধ্যে ৩৪ জনের রির্পোট পজেটিভ।
এর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। ৬ জন সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন। আইসোলেশনে রয়েছে ২৮ জন, হোম কোয়ারান্টাইনে ৬৩ জন রয়েছে।
কলাপাড়ায় দিন দিন করোনাভাইরাস আশংকাজনকভাবে ছড়িয়ে পরায় মানুষের মাঝে আতস্ক বিরাজ করেছে।
Leave a Reply