কুয়াকাটায় খাল পুনরুদ্ধারের দাবিতে কৃষকদের মানববন্ধন | আপন নিউজ

বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ১০:৩৮ অপরাহ্ন

কুয়াকাটায় খাল পুনরুদ্ধারের দাবিতে কৃষকদের মানববন্ধন

কুয়াকাটায় খাল পুনরুদ্ধারের দাবিতে কৃষকদের মানববন্ধন

আপন নিউজ রিপোর্টঃ

কুয়াকাটায় প্রভাবশালী মহলের হাত থেকে খাল পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন কৃষকরা। মঙ্গলবার(১৪ জুলাই) দুপুরে কচ্ছপখালী খালের বাঁধের উপরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধনে পৌর শহরের নবীনপুর ও কচ্ছপখালী এলাকার প্রায় তিন শতাধিক কৃষকরা উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন, কুয়াকাটা মৎস্য আড়ৎ মালিক সমিতির সাবেক সভাপতি বশির হাওলাদার, কৃষক শাহজাহান মৃধা, নুরইসলাম গাজী প্রমূখ।
বক্তারা বলেন, নবীনপুর ও কচ্ছপখালী দীর্ঘ ১২ কিলোমিটার এ খালটি দিয়ে কয়েক হাজার একর পানি নিষ্কাশনসহ কৃষকের চাষে ব্যবহৃত হয়। কিন্তু একটি প্রভাবশালী মহল সরকারী এ খালে বাঁধ নির্মান করে মাছ চাষ করে আসছে। ফলে কৃষকের ফসলী জমিসহ ঘরবাড়ি পানির নিচে তলিয়ে রয়েছে। ভূক্তভোগী কৃষকরা দ্রুত সময়ের মধ্যে খালটি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By MrHostBD