
আপন নিউজ ডেস্কঃ
কুয়াকাটার বড়হর পাড়া” নাসির হাওলাদারের
বাড়িতে ডিপ টিউবওয়েল বসানোর সময়
নলকূপের গর্ত থেকে অবিরাম গ্যাস বের হচ্ছে
গ্যাসের সঙ্গে বালি ও পানি মিশে প্রায় ৮০ ফুট উপরে ছড়িয়ে পড়ে।
জমির মালিক নাসির হাওলাদারের ছেলে সাইমুন জানান, আজ থেকে দুই মাস আগে টিউবওয়েল বসানোর সময় মিস্ত্রি মাটির নিচে পাইপ ঢুকাতে গেলে হঠাৎ ৮০ ফুট উচ্চতায় গ্যাস, বালু ও পানি উপরের দিকে উঠে আসে।
সোমবার (১৩ জুলাই) সকালে টিউবওয়েল থেকে মটরের সাথে পাইপ সংযোগ দিতে গিয়ে টিউবলের নিচে এক ফুট গর্ত করার পরেই গ্যাস বের হতে শুরু করে। তবে কি ধরনের গ্যাস বের হচ্ছে তা এখনো যানা যায় নি।
Leave a Reply