বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:৫৭ অপরাহ্ন
রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিচতলায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৪১ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার রাত ১০টার পর মন্ত্রণালয়ের বাজেট শাখায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা কামরুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মন্ত্রণালয়ের নিচতলায় আগুনের সংবাদ পেয়ে রাত ১০টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১১টা ৩৫ মিনিটে আগুন নেভানো হয়।
তিনি বলেন, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিসকর্মীরা করছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply