কলাপাড়ায় শ্বশুরের হামলায় পুত্র বধু দুই সন্তানের জননী মোসাম্মাৎ মাহফুজা (২৬) আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে উপজেলার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামে। আহত মাহফুজা সংবাদকর্মীদের জানান,গত রবিবার দুপুরে হালকা বৃষ্টি হচ্ছিল একই বাড়িতে আমরা ও আমার চাচা শ্বশুরেরা বসবাস করি। বৃষ্টির সময় আমার চাচা শ্বশুর আশরাফ হাওলাদার তার ঘরের সামনে বৃষ্টির পানি ধরে রাখার জন্য একটি বালতি রেখেছিল ঐ সময় আমাদের একটি গবাদি পশু গরু বালতির পানিতে মুখ দেয়ার অপরাদে চাচি শ্বাশুরি নাসিমা বেগম , চাচা শ্বশুর আশ্রাফ হাওলাদার ও চাচাতো দেবর ইয়াবা সম্মাট সৌরভ আমাকে বেধরক লাঠিদিয়ে পিটিয়ে গুরুতর জখম করে এবং বাড়ি থেকে চিকিৎসার জন্য ঐ চাচা শ্বশুর গন আমাকে কোথাও যেতে দেয়নি। তিন দিন পর লোক মুখে খবর পেয়ে আমার বড় ভাই জাহাঙ্গির কলাপাড়ার টিয়াখালী গ্রাম থেকে গিয়ে আমাকে আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তী করে। অবস্থা অবনতি হলে আহফুজা বেগমকে উন্নতি চিকিৎসার জন্য বৃহস্পতিবার কলাপাড়া হাসপাতাল থেকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মকাহফুজার সরিরে বিভিন্ন স্থানে মারধরের জখমের চিহ্ন রয়েছে। এবিষয়ে আশ্রাফ হাওলারের মুঠো ফেনে একাধিক বার যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। কথা হয় কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি তবে অভিযোগ দিলে আইনি ব্যাস্থা গ্রহন করা হবে।
Leave a Reply