বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
আপন নিউজ রিপোর্টঃ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কলাপাড়া উপজেলায় ৫ লক্ষাধিক বৃক্ষরোপন করবেন কলাপাড়া বন বিভাগ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১০টা ৪০ মিঃ সময় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বাংলাদেশের মডেল উপজেলা হিসেবে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে কলাপাড়া উপজেলার ১২ টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় পাঁচ লক্ষাধিক গাছের চারা রোপন করা হবে বলে উপজেলা বন কর্মকর্তা আব্দুস সালাম জানিয়েছেন।
তিনি আরও জানান, ১৫০ বসতবাড়িতে নারিকেল, সুপারি, তাল, খেজুর চারাসহ অন্যান্য চারা রোপন করা হবে। প্রত্যেকটি বসতবাড়িতে ২০ টি করে চারা রোপন করা হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply