শনিবার, ০৩ Jun ২০২৩, ০৬:২৭ পূর্বাহ্ন
মো: এনামুল হক, কলাপাড়া অফিসঃ
কলাপাড়ায় পশুর হাটবাজারে নিরব চাঁদাবাজি সংবাদ প্রকাশিত হওয়ার পর সোমবার কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক অভিযান চালিয়ে ইজারা টাকা আদায় বন্ধ করে দিয়েছেন।
কলাপাড়ায় দীর্ঘদিন যাবৎ যে সকল হাট বাজার সরকারীভাবে ইজারা দেয়া হয় নাই সেই সকল হাট বাজারে ইজারার নামে পশুর বাজারে ভুয়া চেক রশিদ ব্যবহার করে ইজারার টাকা আদায়ের নামে চাঁদাবাজি করে আসছে একদল ক্ষমতাসীনরা। গত শুক্রবার অনলাইন নিউজপোটাল আপন নিউজ বিডি ডটকমে প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের নজরে আসে। সোমবার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক একদল পুলিশ নিয়ে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে অভিযান চালিয়ে পশুর বাজারে গবাদিপশু ইজারা টাকা আদায়ের বন্ধ করে দিয়েছেন। এতে এলকার গবাদিপশুর বেচাকেনার ব্যবসায়ীরা স্বস্ত নিঃশ্বাস ফেলেছেন। ক্ষমতাসীন দলের লোকজন দীর্ঘদিন যাবৎ সরকারী কর ফাঁকি দিয়ে স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ইজারা টাকা আদায়ের নাম করে গরু বেচাকেনার মালিক ও ক্রেতাদের নিকট থেকে ইচ্ছেমত টাকা আদায় করে আসছে। এতে ক্রেতা বিক্রেতা উভয়ই হয়রানীর সিকার হয়েছে।
নীলগঞ্জ ইউনিয়নের একজন পশুর মালিক জানান, পাখিমারা বাজার সৃষ্টি লগ্ন থেকে যে সরকার যখন ক্ষমতা আসে তখন সেই দলের লোকজন ইজারার নামে টাকা আদায় করছে। ইজারা নিয়মানুযায়ী ইজারাদারা ইজারা টাকা আদায় না করে ইজারাদের ইচ্ছামত টাকা আদায় করে থাকে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক বলেন, এরপর থেকে যে সকল হাট বাজার সরকারী ভাবে ইজারা দেয়ার হয় নাই। সে সকল হাটবাজারে যদি কেহ ইজারা দেয়া বাজারের টোল আদায় রশিদ দ্বারা ইজারা টাকা আদায়ের নামে চাঁদাবাজি করে আর তার যদি প্রমান পাওয়া যায়। তবে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্হা গ্রহন করা হবে। তিনি আরো জানান, এ অভিযান অব্যবহত থাকবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply