কলাপাড়ায় অধিগ্রহনের বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ | আপন নিউজ

রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০২:০২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ওয়ার্ড শ্রমিক দল সভাপতি কে পি-টি’য়ে জ-খ’ম কলাপাড়ায় ২১ বছর পর (বাশিস)’র কমিটি গঠন আমতলীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি ইটভাটায়; ঝুঁকিতে ছয় গ্রামের মানুষ কলাপাড়ায় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত কীর্তনখোলায় স্পিডবোট ডুবিতে নিখোঁজ ৩ জনের সন্ধান এখনো মেলেনি ইস্কন নি-ষি’দ্ধ ও ভারতীয় অপপ্রাচারের প্রতি-বা’দে বাউফলে বি-ক্ষো’ভ ও সমা’বে’শ আমতলীতে ব্যবসায়ী যুবকের আ-ত্মহ-ত্যা’র ঘটনায় স্ত্রী ও শ্বশুরের বিরুদ্ধে মা’ম’লা; স্ত্রীর ভাই গ্রে-প্তা’র আমতলীতে সাংবাদিককে কু-পি’য়ে জ-খ’ম’র ঘটনার প্রধান আ’সা’মী জেল হাজতে আমতলীতে তিন্নি হ-ত্যার ঘটনায় মা-ম’লা; ঘা-তক স্বামী ও শ্বাশুড়ীকে জেল হাজতে প্রেরন বানারীপাড়ায় জুলাই-আগস্টের শহীদদের স্মরনে পরিবারদের সাথে স্মরনসভা
কলাপাড়ায় অধিগ্রহনের বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ

কলাপাড়ায় অধিগ্রহনের বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগ

মো. এনামুল হক, কলাপাড়া অফিসঃ 
কলাপাড়ায় বড় ভাইয়ের নামে বরাদ্দকৃত অধিগ্রহণের ক্ষতিপুরনের টাকা ছোটভাই  উত্তোলন করে আত্নসাতের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনাটি ঘটেছে উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে।
অভিযোগে জানা গেছে, কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়ন পরিষদের লোন্দা গ্রামের ১.৭৬ একর ভুমির মালিক সৈয়দ শামসুদ্দিন। শামসুদ্দিনের মৃত্যুতে ২ স্ত্রী মোসাঃ রোকেয়া বেগম, ফজিলাতুন্নেছা, ৩ পুত্র সৈয়দ আবদুল্লাহ আল আমীন, সৈয়দ আবদুল্লাহ আল মামুন, আবদুল্লাহআল মাসউদ, ২ কন্যা সৈয়দা মুন্নীজান, সৈয়দা মননুজান ওয়ারিশ থাকে। পরে সরকার বাহাদুর দক্ষিনাঞ্চলের ব্যাপক উন্নয়নের কাজ হাতে  নিয়ে লোন্দা মৌজার জমি অধিগ্রহন করেন। এতে সৈয়দ শামসুদ্দিনের ১.৭৬ একর ভুমি অধিগ্রহনের আওতায় নিয়ে ক্ষতিপুরন হিসেবে ১৪ লাখ ৬১ হাজার ১ শত ৪৭ টাকা ৩৭ পয়সা বরাদ্দ করেন। যাহা অধিগ্রহণ ১৯৮২ সালের ২নং অধ্যাদেশ অনিযায়ী  ভুমি অধিগ্রহণ কেস নং১৩/১৬-১৭। মিস কেস নং ২৬২৪/২০১৯-২০ রোয়েদাদ তালিকা নম্বর ৯৫৭ মুলে টাকা উত্তোলনের নোটিশ প্রাপ্ত হয়। পরে ক্ষতিপুরনের বরাদ্দকৃত টাকা উত্তোলন করার জন্য মৃত সৈয়দ  শামসুদ্দিনের প্রথমা স্ত্রী মোসাঃ রোকেয়া বেগম, তার গর্ভজাত সন্তান সৈয়দআবদুল্লাহ আল আমীন ও মুন্নীজান টাকা উত্তোলনের জন্য ফরম পূরণ করে তাদের সৎ ছোটভাই সৈয়দ আবদুল্লাহ আল মাসউদ অনুমতি প্রদান করেন। ঐ অনুমতিতে সৈয়দ আবদুল্লাহ আল মাসউদ পটুয়াখালী এল,এ,অফিস থেকে গত ২৪ ডিসেম্বর ২০১৯ বরাদ্দকৃত ১৪ লাখ ৬১ হাজার ১ শত ৪৭ টাকা ৩৭ পয়সা উত্তোলন করেছেন। ঐ টাকা উত্তোলনের তিনদিন আগে রোকেয়া বেগম মারা যান। ক্ষতিপুরনের টাকা উত্তোলনের পর বড়ভাই সৈয়দআবদুল্লাহআলআমীন বোন মুন্নীজান মৃত রোকেয়া বেগমের ওয়ারিশ প্রাপ্ত অংশের টাকা ৬ লাখ ৫৯ হাজার ৮০ টাকা তাদেরকে না  দিয়ে আজ- কাল বলে প্রতারনার মাধ্যমে  আত্নসাত করেছেন। ক্ষতিপুরনের বরাদ্দকৃত টাকা না পেয়ে সৈয়দ আবদুল্লাহ আল আমীন তার বোন সৈয়দাা মুন্নীজান গত ৩০ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী, ইন্সপেক্টর জেনারেল পুলিশ হেড কোয়াটার ঢাকা, জেলা প্রশাসক, পটুয়াখালী, ভুমি অধিগ্রহণ কর্মকর্তা, পটুয়াখালী, জেলা পুলিশ সুপার পটুয়াখালী, জেলা দুর্নীতি দমন কমিশন পটুয়াখালী, ইন্সপেক্টর ডি, আই,ও স্পেশাল ব্রান্জ্ঞ পটুয়াখালী, পরিচালক আর,পি,সি,এল, সবুজবাগ পটুয়াখালী, বরাবরে লিখিত অভিযোগ দিয়ে প্রতিকারের দাবীতে কলাপাড়া ডাক বিভাগের মাধ্যমে রেজিষ্ট্রেশন ডাক রশিদ ৬৮৭, ৬৮৮, ৬৮৯, ৬৯১, ৬৯২, ৬৯৩, ৬৯৪, ৬৯৫, ৬৯৬, ৬৯৭,নম্বরে অভিযোগ প্রেরণ করেছেন।  এছাড়া সৈয়দ আবদুল্লাহ আল আমীন গত ২ আগস্টে কলাপাড়া থানায় সাধারন ডায়রী ৫৬/২০২০ করেছেন।
এব্যাপারে অভিযুক্ত সৈয়দ আবদুল্লাহ আল মাসউদ এর মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ক্ষতিপুরনের টাকা উত্তোলন করে ওয়ারিশদের মাঝে বন্টন করে দিয়েছি। তবে লিখিত রশিদ গ্রহণ করিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!