শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন
আপন নিউজ রিপোর্টঃ
কলাপাড়ার ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম (৪৫) সন্ত্রাসী হামলায় গুরুতর জখম হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। আহত রফিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুর ১২ টার সময় আমি ধুলাসারের বাবলাতলা বাজারের সাইদুলের চায়ের দোকানের সামনে বসে ছিলাম কিছু বোঝার আগেই ইনা মৃধা, প্রভাষক শাহ-আলম, ইউসুফ আলী মৃধা, ইদ্রিস মিয়া, মাঈনউদ্দিন, ইলিয়াস, রিশাদ, রিয়াদ, শামীম, মুসাসহ ১০/১৫ জন লোহার রড়, কাঠের গুড়ি ও লাঠি সোটা নিয়ে আমার উপর হামলা চালায়। তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হামলায় তার ডান হাত ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে আহত রফিকুল ইসলাম জানান।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply