বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকীতে কলাপাড়ায় অতিদরিদ্র ছয় নারীকে বিনামূল্যে সেলাই মেশিনসহ উপকরণ দেয়া হয়েছে। প্রশিক্ষিত এসব নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার (৮ আগষ্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করেন উপজেলা চেয়রম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, মহিপুর থানা যুবলীগের আহ্বায়ক এ এম মিজানুর রহমান বুলেট উপস্থিত থেকে বক্তব্য রাখেন। মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে এসব দরিদ্র নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
Leave a Reply