শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৪:২০ অপরাহ্ন
আপন নিউজ রিপোর্টঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদত বার্ষিকী স্মরণে কলাপাড়ায় সরকারি দপ্তর সমূহে একযোগে বৃক্ষ রোপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ, ভুমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর ও পৌর শহরের হেলিপ্যাড মাঠসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এ বৃক্ষ রোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। এসময় পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা আঃ মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা পারভিন সীমা, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ন কবির, কাউন্সিলর মাহাবুবুর রহমানসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে বৃক্ষ রোপন কর্মসূচীর অংশহিসেবে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে উপজেলা পর্যায়ে ভিডিও কনফারেন্সে অংশ নেয় উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ ভিডিও কনফারেন্সে জাতির পিতার শাহাদত বার্ষিকী স্মরণে একযোগে সকল সরকারি দপ্তর সমূহে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ধোধণ করেন বরিশাল বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply