
আপন নিউজ রিপোর্টঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কলাপাড়া সাংকাদিক ফোরামের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কলাপাড়া সাংবাদিক ফোরাম এর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
কলাপাড়া সাংবাদিক ফোরামের শিক্ষা ও সাংস্কৃতিক সাধারণ মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনায় বঙ্গবন্ধু ও তার পরিবারের জীবনীর উপর বক্তব্য রাখেন, কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি আসাদুজ্জামান ইউসুফ, সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন, অর্থ বিষয়ক ও দপ্তর সম্পাদক নূরুল আমিন, সদস্য জুলহাস মোল্লা, দোয়া মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি আসাদুজ্জামান ইউসুফ।
এসময় উপস্থিত ছিলেন, স্বজল বিশ্বাস, ফখরুল আলম, মাহতাব হোসেন, সহ সাধারন সম্পাদক এস এম ইলিয়াস জাবেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
Leave a Reply