আমতলীতে বাহরাইন প্রবাসীর স্ত্রীকে গুমসহ একাধিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ | আপন নিউজ

রবিবার, ২৮ মে ২০২৩, ০৮:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা কাউন্সিল অধিবেশন গলাচিপায় ইয়াবা সহ আটক-১ শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল, বাংলাদেশ উন্নয়নের বিস্ময়-জেনারেল (অব.) আবুল হোসেন কলাপাড়ায় পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সামাজিক ময়নাতদন্ত অনুষ্ঠিত কুয়াকাটায় টেকসই উপকূলীয় ও সমুদ্র ভিত্তিক পর্যটন বিকাশ শীর্ষক কর্মশালা কুয়াকাটার সৈকত পরিচ্ছন্ন করেছেন রোলার স্কেটিং সদস্যরা কলাপাড়ায় প্রথমবারের মতো রোলার স্পীড স্কেটিং ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত গলাচিপা স্কুল পরিদর্শনে জন প্রশাসনের যুগ্ম সচিব সাংবাদিক জয়নুল আবেদীনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ কুয়াকাটায় দুই দিনব্যাপী ‘বিসিপিসিএল ২য় রোলার স্পীড স্কেটিং ম্যারাথন’ প্রতিযোগিতা শুক্রবার থেকে
আমতলীতে বাহরাইন প্রবাসীর স্ত্রীকে গুমসহ একাধিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ

আমতলীতে বাহরাইন প্রবাসীর স্ত্রীকে গুমসহ একাধিক মামলা দিয়ে হয়রানির অভিযোগ

আমতলী প্রতিনিধিঃ

আমতলী উপজেলার দক্ষিণ রাওঘা গ্রামের বাহরাইন প্রবাসী লালন ফকিরের স্ত্রী খাদিজা বেগমকে গুমসহ একাধিক মামলা দিয়ে হয়রানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই গ্রামের কালাম হাওলাদার ও তার স্ত্রী হেমেলা বেগম এবং ছেলে রুবেল এ হয়রানি করছেন এমন অভিযোগ ভুক্তভোগী খাজিদা বেগমের। অসহায় খাদিজা বেগম মামলা এবং কালামের হামলার ভয়ে নাবালক ৩ সন্তানকে নিয়ে পালিয়ে বেরাচ্ছেন।
জানা গেছে, উপজেলার দক্ষিণ রাওঘা গ্রামের সোনা মিয়া ফকিরের ছেলে লালন ফকির ২০১৬ সালে স্ত্রী খাদিজা এবং ৩ সন্তানকে বাড়িতে রেখে বাহারাইনে পাড়ি জমায়। ২০১৭ সালের মার্চ মাসে খাদিজা বেগমের নিকট থেকে প্রতিবেশী কালাম হাওলাদার ২০ হাজার টাকা ধার নেন। ওই টাকা চাইতে গিয়ে কালাম হাওলাদারের সাথে বিপত্তি বাঁধে তার। এ নিয়ে স্থানীয় ইউপি অফিসে সালিশ বৈঠক হয়। ওই বৈঠকে কালাম হাওলাদারের নিকট থেকে টাকা আদায় করে দেন শালিসরা। এতে ক্ষিপ্ত হয় কালাম হাওলাদার ও তার স্বজনরা। এ ঘটনার জের ধরে খাদিজাকে একাধিকবার মারধর করেন কালাম হাওলাদার তার ছেলে রুবেল এবং স্ত্রী হেমেলা বেগম। মারধর করেই খ্যান্ত হয়নি কালাম। খাদিজার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে তিনি। ২০১৯ সালে খাদিজা এবং তার প্রবাসী স্বামী লালন ফকিরের নামে আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কামলাকে প্রবাসে নেয়ার কথা বলে টাকা নিয়েছেন এমন অভিযোগে মিথ্যা মামলা দায়ের করেন। ওই মামলা মিথ্যা প্রমানিত হওয়ায় আদালত খারিজ করে দেন। গত ১৩ আগস্ট খাদিজাকে হয়রানী করার জন্য আবারো মিথ্যা গুম মামলা দায়ের করেন কালামের স্ত্রী হেমেলা। মিথ্যা মামলা ও কালাম হাওলাদার ও তার লোকজনের ভয়ে খাদিজা তার ৩ নাবালক সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন।
স্থানীয় বাসিন্দা মোঃ দুলাল মৃধা বলেন, কালাম তার স্ত্রী হেমেলা এবং ছেলে রুবেল হাওলাদার খারাপ প্রকৃতির লোক। প্রবাসী লালন ফকির বিদেশে থাকায় তার স্ত্রী খাদিজাকে একাধিকবার মারধরসহ বিভিন্ন ধরনের মামলায় জড়িয়ে হয়রানি করছে।
খাদিজা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, কালাম হাওলাদার আত্মগোপন করে গুমের নাটক সাজিয়ে আমিসহ ৭ জনকে আসামী করে গুম মামলা দিয়ে আমাকে হয়রানি করছে। আমি এখন নাবালক ৩ সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। তিনি আরো বলেন, কালামের স্ত্রী হেমেলা বেগম এবং তার আত্মীয় স্বজনরা আমাকে এবং আমার ৩ নাবালক সন্তানকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি এর বিচার চাই। আমি আমার সন্তানদের নিয়ে বাঁচতে চাই।
কালাম হাওলাদারের স্ত্রী হেমেলা বেগম তাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার স্বামীকে খাদিজা ও তার লোকজন গুম করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা আমতলী থানার এসআই শুভ বাড়ৈ বলেন, বিষয়টি তদন্ত করে দেখছি। কালাম আত্মগোপনে যাওয়ার পর ফোনে কথা বলার প্রমাণ পেয়েছি।
আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন বলেন, দক্ষিণ রাওঘা গ্রামের কালাম হাওলাদার নামে একজন গুম হওয়ার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তধীন রয়েছে। পুলিশ সচেতনতার সাথে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By MrHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!