বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:১৭ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদকঃ
মাতৃত্বকাল ভাতাভোগীদের তালিকায় নাম রয়েছে রুজিনা বেগমের। কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের জেলে বধূ রুজিনার উপকারভোগী তালিকায় ক্রমিক নম্বর ৩৩। যথারীতি সরকারিভাবে তার নামে ২০১৯ সালের জুলাই মাস থেকে ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত নয় মাসে আট শ’ টাকা করে সাত হাজার দুই শ’ টাকা ১৯ এপ্রিল বিকাশের মাধ্যমে পরিশোধ দেখানো হয়েছে। এছাড়া এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসের দুই হাজার চার শ’ টাকা ২ জুলাই বিতরন দেখানো হয়। মোবাইল বিকাশের মাধ্যমে এ টাকা বিতরন করা হয়। কিন্তু রুজিনা সরকারের দেয়া এ ভাতার এক টাকাও পায়নি। কারন পরিকল্পিতভাবে তার মোবাইল নম্বরের বদলে মোবাইল (বিকাশ) নম্বর দেয়া রয়েছে এটি ০১৭১১০৩৩৬১৩। ওই নম্বরে টাকা হস্তান্তর ও উত্তোলন হয়েছে। আজ, রবিবার মহিলা বিষয়ক অধিদফতর কলাপাড়া অফিসে গিয়ে জানতে পারেন সরকারের দেয়া ১২ মাসের তার নামের মাতৃত্বকালীন ভাতা ওই নম্বর দিয়ে তুলে নেয়া হয়েছে। অথচ রুজিনার নম্বর হচ্ছে ০১৭৪০৩৮৮৫৭১। রুজিনা তার নামের হাতিয়ে নেয়া টাকা উদ্ধারে প্রশাসনের সহায়তা চেয়েছেন। আজকে তিনি তার নম্বর ঠিক করে দিয়েছেন বলে জানালেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার। তিনি জানান, ওই নম্বরটি কার তা তিনি দেখছেন। বর্তমানে নম্বরটি বন্ধ রয়েছে। তবে প্রতিকারের চেষ্টা করছেন। রুজিনার স্বামী জেলে রহমান শরীফ জানান, তিনি প্রয়োজনে মামলা করবেন। ওই নম্বরে (০১৭১১০৩৩৬১৩) বারবার যোগাযোগের চেষ্টা করলেও বন্ধ পাওয়া গেছে। তবে ওই মোবাই সিমের রেজিস্ট্রেশন নম্বর থেকে ব্যবহারকারীকে শণাক্ত করা যাবে বলে জানালেন মহিলা বিষয়ক কর্মকর্তা।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply