রাসেল মোল্লা।।
কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া খেঁয়াঘাট টি ভেঙ্গে যাওয়ায় যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন । শতশত মানুষ এ খেয়া ঘাট পারাপার করে বিভিন্ন এলাকার মানুষ যোগাযোগ রক্ষা করে। জোয়ার ভাটার পানির ¯স্রোতের কারনে খেয়াঘাটের মাটি সরে গিয়ে মরন ফাঁদে পরিনত হয়েছে। সাধারন মানুষের চলাচলে চরম দূর্ভোগ, বাই সাইকেল, মটরসাইকেল, মালামাল সহ খেঁয়াঘাট দিয়ে এখন পারাপার দূষ্কর হয়ে পরেছে। এই খেঁয়া পার হয়ে যেতে হয় তেগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক স্কুলগামী ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়া আশায় অসুবিধায় পরবে। খেঁয়া পারাপারের অনেক যাত্রীরা জানান,আমাদের জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয়। খেঁয়া চালক মোশারেফ গাজী,সোহাগ গাজী,নাইম গাজী জানান,আমাদের এই খেঁয়াঘাট টি ভেঙ্গে যাওয়ায়,যাত্রী ও গাড়ি পারাপার খুবই কম হয়। যাত্রীরা বালিয়াতলী কিংবা অন্য জায়গা দিয়ে এখন যাওয়া আসা করে । এ বিষয়ে মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরণ জানান, খেঁয়াঘাটের বিষয় টি অনেক আগেই উপজেলা পরিষদ চেয়ারম্যান কে জানানো হয়েছে। কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান বলেন, উপজেলা ইঞ্জিয়রকে নির্দেশনা দেওয়া হয়েছে ইষ্টিমিট করে সংস্করের কাজ করা হবে।
Leave a Reply