কলাপাড়ার তেগাছিয়া খেঁয়াঘাট টি দীর্ঘদিনেও সংস্কার হয়নি | আপন নিউজ

বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনায় প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন দেশি-বিদেশি শক্তি নির্বাচন বানচাল করতে চায়: সংবাদ সম্মেলনে ভিপি নুর আমতলীতে গাছের ডাল কাটতে গিয়ে ছিটকে পড়ে শ্রমিক নি’হ’ত কলাপাড়ায় অ’বৈ’ধ বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জ’রি’মা’না, কা’রা’দণ্ডের আদেশ কলাপাড়ায় ই’য়া’বা বিক্রির দায়ে দুই যুবকের কা’রা:দ’ণ্ড কলাপাড়ায় ১.৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি ম’দ উ’দ্ধা’র, আ’ট’ক-৪ কলাপাড়ায় মসজিদের ইমামকে পি’টি’য়ে র’ক্তা’ক্ত জ’খ’ম মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক নি’খোঁ’জে’র তিন দিন পর শিবচর থেকে কলাপাড়ার কৃষিবিদের ম’রদে’হ উদ্ধার
কলাপাড়ার তেগাছিয়া খেঁয়াঘাট টি দীর্ঘদিনেও সংস্কার হয়নি 

কলাপাড়ার তেগাছিয়া খেঁয়াঘাট টি দীর্ঘদিনেও সংস্কার হয়নি 

রাসেল মোল্লা।।
কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া খেঁয়াঘাট টি ভেঙ্গে যাওয়ায় যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিদিন । শতশত মানুষ এ খেয়া ঘাট পারাপার করে বিভিন্ন এলাকার মানুষ যোগাযোগ রক্ষা করে। জোয়ার ভাটার পানির ¯স্রোতের কারনে খেয়াঘাটের মাটি সরে গিয়ে মরন ফাঁদে পরিনত হয়েছে। সাধারন মানুষের চলাচলে চরম দূর্ভোগ, বাই সাইকেল, মটরসাইকেল, মালামাল সহ খেঁয়াঘাট দিয়ে এখন পারাপার দূষ্কর হয়ে পরেছে। এই খেঁয়া পার হয়ে যেতে হয় তেগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক স্কুলগামী ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়া আশায় অসুবিধায় পরবে। খেঁয়া পারাপারের অনেক যাত্রীরা জানান,আমাদের জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয়। খেঁয়া চালক মোশারেফ গাজী,সোহাগ গাজী,নাইম গাজী জানান,আমাদের এই খেঁয়াঘাট টি ভেঙ্গে যাওয়ায়,যাত্রী ও গাড়ি পারাপার খুবই কম হয়। যাত্রীরা বালিয়াতলী কিংবা অন্য জায়গা দিয়ে এখন যাওয়া আসা করে । এ বিষয়ে মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরণ জানান, খেঁয়াঘাটের বিষয় টি অনেক আগেই উপজেলা পরিষদ চেয়ারম্যান কে জানানো হয়েছে। কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান বলেন, উপজেলা ইঞ্জিয়রকে নির্দেশনা দেওয়া হয়েছে ইষ্টিমিট করে সংস্করের কাজ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!