চঞ্চল সাহাঃ
কলাপাড়ায় মন্দিরে মন্দিরে প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। ইতিমধ্যে মাটির কাজ সম্পন্ন করেছেন কোন কোন মন্দিরে । আবার কোন কোন মন্দিরে এখনো চলছে মাটির কাজ। এ বছর করোনা ভাইরাসের কারনে সকল মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে পুজা উদয্পান করা হবে বলে বিগত বছর গুলোর মত কোন মন্দিরে পুজার আনুষ্ঠানিকতা থাকলেও থাকবে না জাঁক-জমকতা।
এবছর এ উপজেলায় মোট ১৬টি পুজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। মন্দিরগুলোর মধ্যে শ্রীশ্রী জগন্নাথ আখড়া নাট মন্দির, চিংগড়িয়া সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, চিংগড়িয়া সবুজ সংঘ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, বাদুরতলী সার্বজনীন দুর্গাপূজা মন্ডপ, কুয়াকাটা সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ, কুয়াকাটা কেন্দ্রীয় রাধাগোবিন্দ সার্বজনীন পুজা মন্ডপ, চাকামইয়া শান্তিপুর সার্বজনীন পুজা মন্ডপ, মহিপুর সার্বজনীন দুর্গাপুজা মন্ডপ, মনোহরপুর সার্বজনীন পুজামন্ডপ, শ্রীশ্রী হরিগুরু বিপিনচাঁদ সেবাশ্রম সার্বজনীন পুজা মন্ডপ, পূর্বমনোহরপুর রাধেগোবিন্দ সার্বজনীন পুজা মন্ডপ, মাছুয়াখালী সার্বজনীন দূর্গাপুজা মন্ডপ, ধানখালী শীলপাড়া সার্বজনীন শারদীয় দুর্গামন্দির, পাখিমারা সার্বজনীন দুর্গাপুজা মন্ডপ, আলীপুর রনজীত কর্মকার বাড়ী সার্বজনীন পুজামন্ডপ, মম্বিপাড়া নিরঞ্জন শীলের বাড়ী সার্বজনীন পুজা মন্ডপ।
২১ অক্টোবর শ্রীশ্রী শারদীয়া দুর্গাদেবীর প মী পুজা ও বোধন, ২২ অক্টোবর দেবীর ষষ্ঠী পুজা ও আমন্ত্রন অধিবাস, ২৩ অক্টোবর সপ্তমী পুজা, ২৪ অক্টোবর দেবীর মহাষ্টমী পুজা, ২৫ অক্টোবর মহানবমী ও ২৬ অক্টোবর দেবীর দশমী পুজা ও বিসর্জ্জন । এ বছর দেবী দোলায় আগমন করবেন এবং গজে গমন করবেন।
এ ব্যাপারে স্থানীয় জগন্নাথ আখড়া নাট মন্দিরের সভাপতি কমল কৃষ্ণ সাহা (গোসাই) জানান, সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে এবছর পুজা উদযাপন করা হবে।
Leave a Reply