আমতলী শহরে মুক্তিযোদ্ধা মিউজিয়াম নির্মাণের দাবীতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন | আপন নিউজ

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
প্রবাহমান খাল বন্দোবস্থ বাতিলের দাবিতে আমতলীতে বি’ক্ষো’ভ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনায় প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন দেশি-বিদেশি শক্তি নির্বাচন বানচাল করতে চায়: সংবাদ সম্মেলনে ভিপি নুর আমতলীতে গাছের ডাল কাটতে গিয়ে ছিটকে পড়ে শ্রমিক নি’হ’ত কলাপাড়ায় অ’বৈ’ধ বালু উত্তোলন: ৫০ হাজার টাকা জ’রি’মা’না, কা’রা’দণ্ডের আদেশ কলাপাড়ায় ই’য়া’বা বিক্রির দায়ে দুই যুবকের কা’রা:দ’ণ্ড কলাপাড়ায় ১.৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি ম’দ উ’দ্ধা’র, আ’ট’ক-৪ কলাপাড়ায় মসজিদের ইমামকে পি’টি’য়ে র’ক্তা’ক্ত জ’খ’ম মহিপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁ’জাসহ মা’দ’ক ব্যাবসায়ী আ’ট’ক
আমতলী শহরে মুক্তিযোদ্ধা মিউজিয়াম নির্মাণের দাবীতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

আমতলী শহরে মুক্তিযোদ্ধা মিউজিয়াম নির্মাণের দাবীতে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া মুক্তিযোদ্ধা মিউজিয়াম আমতলী উপজেলা সদর মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স সংলগ্ন নির্মাণের দাবীতে মুক্তিযোদ্ধারা সংবাদ সম্মেলন করেছেন। রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলনে এমন দাবী তুলে ধরেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা গুলিশাখালী গ্রামে মিউজিয়াম নির্মাণ বাতিল করে উপজেলা শহরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন স্থানে মিউজিয়াম নির্মাণের দাবী জানান।

জানাগেছে, ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরগুনা জেলার আমতলী উপজেলা শহরে মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে মুক্তিযোদ্ধা মিউজিয়াম নির্মাণের উদ্যোগ নেন। মুক্তিযোদ্ধা মিউজিয়াম নির্মাণের জন্য বরগুনা এলজিইডি প্রকল্প গ্রহন করে দরপত্র আহবান করে। কিন্তু বরগুনা নির্বাহী প্রকৌশলী অফিস প্রকল্প গ্রহন করলেও মুক্তিযোদ্ধা মিউজিয়াল নির্মাণের স্থান নির্ধারন করেনি। এদিকে মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন গুলিশাখালী ইউনিয়নের বাসিন্দা প্রকৌশলী মোঃ আব্দুস ছত্তার উপজেলা শহর থেকে ২০ কিলোমিটার দুরে গুলিশাখালী ইউনিয়নের একটি অজপারাগায়ে তার নিজ বাড়ীতে ওই মিউজিয়াল নির্মাণের স্থান নির্ধারণ করে কিন্তু গুলিশাখালীতে মিউজিয়াম নির্মাণের স্থান নির্ধারনে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কিছুই জানেন না এমন অভিযোগ মুক্তিযোদ্ধাদের। গত বৃহস্পতিবার বরগুনা নির্বাহী প্রকৌশলী মোঃ ফোরকান খাঁন ওই মিউজিয়ামের কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আসেন। ওই সময়ে টনক নড়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নেতৃবৃন্দের। পরে ওইদিন প্রকৌশলী আব্দুস ছত্তারের বাড়ী গুলিশাখালীতে মিউজিয়াম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করতে পারেনি। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা গুলিশাখালী গ্রামে মিউজিয়াম নির্মাণ বাতিল করে উপজেলা শহরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন স্থানে মিউজিয়াম নির্মাণের দাবী জানান। উপজেলা সদরে মুক্তিযোদ্ধা মিউজিয়াম নির্মাণের দাবীতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের দপ্তর সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা যাছাই বাচাই কমিটির সভাপতি অ্যাডভোকেট একে এম সামসুদ্দিন শানু। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়া, সাবেক মেয়র মুক্তিযোদ্ধা নাজমুল আহসান নান্নু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, নুরুল ইসলাম মৃধা, শাহজাহান কবির, আবুল হাসেম মাষ্টার, আনোয়ার হোসেন ফকির, সামসুদ্দিন আহম্মেদ,শাহেনুর মাষ্টার, জালাল উদ্দিন খান ও দেলোয়ার হোসেনসহ অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা।
কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল দপ্তর সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা যাছাই বাচাই কমিটির সভাপতি অ্যাডভোকেট একে এম সামসুদ্দিন শানু ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া মুক্তিযোদ্ধা মিউজিয়াম উপজেলা সদরে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের মধ্যে হওয়ার কথা কিন্তু পিরোজপুর নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মোঃ আব্দুস ছত্তার তার গ্রামের বাড়ী অজপারাগা গুলিশাখালীতে মিউজিয়াম নির্মাণের জন্য স্থান নির্ধারন করেছেন। যা অত্যান্ত দুঃখজনক। তিনি আরো বলেন, ওই অজপাড়াগায়ে মুক্তিযোদ্ধা মিউজিয়াম হলে কোন মুক্তিযোদ্ধা ওই মিউজিযামে যাবে না। ওই মিউজিয়ামে শুধুই পশুপ্রাণী বসবাস করবে। গুলিশাখালী গ্রামের মিউজিয়ামের স্থান বাতিল করে উপজেলা সদরে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স সংলগ্ন স্থানে মিউজিয়াম নির্মাণের দাবী জানান তারা।
বরগুনা নির্বাহী প্রকৌশলী এলজিইডি মোঃ ফোরকান খাঁন আপন নিউজকে বলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের তালিকা অনুসারে গুলিশাখালী গ্রামে মুক্তিযোদ্ধা মিউজিয়াম নির্মাণের স্থান নির্ধারণ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!