আমতলীতে হতদরিদ্রের জমি প্রভাবশালীর দখলে | আপন নিউজ

মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন: তীব্র গরম উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে সভাপতি আতিক, সম্পাদক রায়হান; প্রভাতি জনকল্যাণ সংস্থা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন আমতলীতে সৌদি রিয়াল প্র’তা’র’না চক্রের পাঁচ সদস্য গ্রে’প্তা’র কলাপাড়ায় চাঁদাবাজির অভিযোগে ইউপি সদস্য সহ ৪ জনের বিরুদ্ধে মামলা কলাপাড়ায় গরুতে ঘাস খাওয়া নিয়ে দ্বন্দ্ব; দুজনকে কু’পি’য়ে জ’খ’ম করার অভিযোগ। কলাপাড়ায় প্রান্তিক কৃষকের মাঝে রাসায়নিক সার ও বীজ বিতরণ আমতলীতে হতদরিদ্র পেল উপহারের ঘর কলাপাড়ায় তৃষ্ণার্ত মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ কলাপাড়ায় পানিতে ডুবে দুই শি’শু’র মৃ’ত্যু ’উপজেলা পরিষদ নির্বাচন হবে ভয় ভীতিহীন, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন’ -দুর্যোগ ও ত্রান প্রতিমন্ত্রী
আমতলীতে হতদরিদ্রের জমি প্রভাবশালীর দখলে

আমতলীতে হতদরিদ্রের জমি প্রভাবশালীর দখলে

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলীর পূর্ব চিলা মৌজার হতদরিদ্র দেলোয়ার হোসেনকে সরকারের দেয়া এক একর জমি প্রভাবশালী ছালাম সন্ন্যামত, মহসীন সন্ন্যামত তার লোকজন জোরপুর্বক দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হতদরিদ্র মোঃ দেলোয়ার হোসেন এমন অভিযোগ করেন। এ বিষয়ে দেলোয়ার হোসেন রবিবার আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানাগেছে, ২০০৬ সালে উপজেলার পুর্ব চিলা মৌজায় এক একর সরকারী খাস জমি উপজেলা ভুমি অফিস মোঃ দেলোয়ার হোসেনকে বন্দোবস্ত দেয়। ২০১২ সালে ওই জমি তার নামে নামজাড়ি করা হয়। যার ক্ষতিয়ান নম্বর-৬৫০। বন্দোবস্ত পাওয়ার পর থেকে দেলোয়ার হোসেন জমি ভোগদখল করে আসছে। ২০১৯ সালে দোলোয়ার হোসেন দুই সন্তানের লেখাপড়ার উদ্দেশ্যে ঢাকায় চলে যান। ওইখানে তিনি একটি পোশাক কারখানায় কাজ নেন। তিনি ঢাকা যাওয়ার সুবাদে তার বন্দোবস্তকৃত জমি স্থানীয় ছালাম সন্ন্যামত, মহসীন সন্ন্যামত, মঞ্জু সন্ন্যামত ও বাদল সন্ন্যামত জোরপূর্বক দখল করে নেন এমন অভিযোগ দেলোয়ার হোসেনের।। তারা ওই জমির সীমানা (আইল) ভেঙ্গে নিজের জমির সাথে মিলিয়ে নিয়েছে। খবর পেয়ে জমির মালিক দেলোয়ার হোসেন তার জমি উদ্ধারের চেষ্টা চালায়। এতে সালাম সন্ন্যামত, মহসীন সন্ন্যামত ও তার লোকজন তাকে জীবন নাশের হুমকি দিচ্ছে। অসহায় দেলোয়ার হোসেন সরকারের দেয়া জমি বুঝে পেতে এলাকার মানুষের দ্বারে দ্বারে ঘুরলেও কোন প্রতিকার পাচ্ছেন না। স্থানীয়ভাবে কয়েকদফায় সালিশ বৈঠকে বসার কথা হলেও সালাম ও মহসীন সন্ন্যাসত সালিস বৈঠকে বসছে না। তারা প্রভাবশালী হওয়ায় জমি দখল করে নিয়েছেন।
স্থানীয়রা বলেন, প্রভাবশালী ছালাম সন্ন্যামত, মহসীন সন্ন্যামত, মঞ্জু সন্ন্যামত ও বাদল সন্ন্যামত দরিদ্র দেলোয়ার হোসেনের জমি জোরপুর্বক দখল করে নিয়েছে।
অসহায় হতদরিদ্র দেলোয়ার হোসেন বলেন, আমি গরিব মানুষ দুটি ছেলে মেয়ের লেখাপড়ার জন্য ঢাকায় থেকে একটি পোশাক কারখানায় কাজ করি। এই সুযোগে ছালাম সন্ন্যামত, মহসীন সন্ন্যামত, মঞ্জু সন্ন্যামত ও বাদল সন্ন্যামত জমি দখল করে নিয়েছে। তিনি আরো বলেন, তারা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে আমার জমি বুঝে পাওয়ার দাবী জানাই।
প্রভাবশালী ছালাম সন্ন্যামত জমি জোর করে দখলের কথা অস্বীকার করে বলেন, আমার বাবার জমি আমি ভোগ দখল করি।
আমতলী থানার এএসআই সাধন কুমার পাল বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আইন শৃংখলা রক্ষায় উভয় পক্ষকে শান্ত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!