বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

আমতলীতে মাথা গোঁজার ঠাঁই পেল হতদরিদ্র কল্পনা রানী
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ সরকারী ত্রানের ঘর বঞ্চিত আমতলীর আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামের ৬৫ বছর বয়সি হতদরিদ্র কল্পনা রানী মুজিব বর্ষ উপলক্ষে মাথা গোজার ঠাঁই পাকা ঘর পেল। ইউনিয়ন যুবলীগ নেতা সোহেল রানার সহায়তায় কল্পনা রানী জরাজীর্ণ ঘুপরী ঘরে বসবাসের বিষয়টি নজরে আসে আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান এবং তার ছোট ভাই পটুয়াখালী চেম্বার অব কর্মাসের সাবেক সভাপতি আওয়ামীলীগ নেতা শফিকুৃর রহমান চাঁন মিয়ার। পরে তারা মুজিব বর্ষ উপলক্ষে নিজস্ব অর্থায়নে কল্পনা রানীকে ঘর দেন। সোমবার এ ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন।
জানাগেছে, উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী গ্রামের হতদরিদ্র বিমল হাওলাদার মানুষের বাড়ী কামলা খেটে জীবিকা নির্বাহ করে আসছে। গত ৩০ বছর ধরে সন্তান নিয়ে খ্যারের (নাড়া) জরাজীর্ণ ঘরে বসবাস করেন বিমল ও তার স্ত্রী কল্পনা রানী। আঠারোগাছিয়া ইউনিয়ন যুবলীগ প্রচার সম্পাদক মোঃ সোহেল রানার সহায়তায় কল্পনা রানীর জরাজীর্ণ ঘরে বসবাসের বিষয়টি আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ছরোয়ার ফোরকান ও তার ভাই পটুয়াখালী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি জেলা আওয়ামীলীগ সদস্য মোঃ শফিকুর রহমান চাঁন মিয়ার নজরে আসে। পরে তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘর থেকে বি ত কল্পনা রানীকে ঘর দেয়ার সিদ্ধান্ত নেন। সোমবার এ ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন। এ সময় উপস্থিত ছিলেন আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাংবাদিক মোঃ হোসাইন আলী কাজী, অবসরপ্রাপ্ত কৃষি অফিসার ধীরেন চন্দ্র বিশ্বাস, শিক্ষিকা ¯েœহলতা বিশ্বাস, ইউপি সদস্য মোঃ জালাল হাওলাদার, নাশির হাওলাদার ও কাশেম গাজী প্রমুখ।
কল্পনা রানী কান্নাজনিক কন্ঠে বলেন, হারা জীবন মুই নাড়ার ঘরে থাইক্কা আইছি। এ্যাহন মোরে চেয়ারম্যান ইডের ঘর দেছে। মুই এ্যাহন শান্তিতে থাকতে পারমু।
আঠারোগাছিয়া ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন হাওলাদার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সরকারী ত্রাণের ঘর বি ত হতদরিদ্র কল্পনা রানীকে ঘর নির্মাণ করে দেয়া হবে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply