শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

আমতলী (বরগুনা) প্রতিনিধি।। করোনায় আমতলী উপজেলায় ১২ জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তরা সবাই বাড়ির আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। রবিবার (৪ জুলাই) উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আবদুল মোনায়েম সাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানাগেছে, আমতলী উপজেলার বিভিন্ন গ্রামের করোনা উপসর্গ নিয়ে ১৯ জন ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। এদের মধ্যে ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা বাড়ির আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাদের মুঠোফোনে যথাযথ চিকিৎসা দিচ্ছেন বলে জানান ডাঃ কেএম তানজিরুল ইসলাম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আবদুল মোনয়েম সাদ বলেন, ১৯ জনের নমুনা পরীক্ষায় ১২ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply