বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ শেষ মুহুর্তের প্রচারনা গনসংযোগ উঠান বৈঠক অনুষ্ঠিত হচ্ছে তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে।
কলাপাড়ার চাকামইয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৭নং ওয়ার্ডের টিউবওয়েল মার্কার মেম্বর প্রার্থী মোজাম্মেল হোসেন’র উঠান বৈঠক জনশ্রোতে পরিনত হয়।
টিউবওয়েল মার্কার সমর্থনে কর্মী-সমর্থক ভোটারদের ব্যাপক উপস্থিতি আমজনতার জনশ্রোতে দৃশ্যমান ছিল ২৩ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে চাকামইয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে। টিউবওয়েল মার্কার স্লোগানে মুখরিত ছিল।
বিজয়ের মাসে টিউবওয়েল মার্কার বিজয় নিশ্চিত করনে ৭নং ওয়ার্ডের নন্দিত মেম্বর প্রার্থী মোজাম্মেল হোসেন হাওলাদার সকল কর্মী সমর্থকদের সোচ্চার থাকার আহবান জানান।
করোনা মহামারী দুর্যোগের সময়ে ওয়ার্ডবাসীর পাশে ছিলেন মেম্বর প্রার্থী মোজাম্মেল। খাদ্য সহায়তা সহ জনগনের সুখে দুঃখে পাশে আছি, আমৃত্যু পাশে থাকবো। অবাধ শান্তিপুর্ন নির্বাচনের দাবী করে ৭নং ওয়ার্ডের টিউবওয়েল মার্কার মেম্বর প্রার্থী মোঃ মোজাম্মেল হোসেন হাওলাদার কে ২৬ডিসেম্বর রবিবার ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান উঠান বৈঠকের বক্তাদের।
আঃ রব হাওলাদারের সভাপতিত্বে টিউবওয়েল মার্কার উঠান বৈঠকে বৃহস্পতিবার বিকেলে বক্তব্য রাখেন, ৭নং ওয়ার্ডের টিউবওয়েল মার্কার মেম্বর প্রার্থী মোঃ মোজাম্মেল হোসেন। উঠান বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ আঃ হক। গিতা পাঠ করেন শেখর মিত্র।
মোঃ জাফর হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মোঃ সেলিম শরিফ, মোস্তাফিজুর রহমান তালুকদার, হাসান আলী ফকির, দেলোযার হোসেন, মজিবর রহমান আকন, হারুন হাওলাদার, রিয়াজ তালুকদার, নির্মল চন্দ্র সরকার, বাবুল চন্দ্র মিস্ত্রি প্রমুখসহ অনেকে।
আগামী পাঁচবছর জনগনের সেবক হয়ে পাশে থাকার আহবানে ২৬ডিসেম্বর টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
মেম্বর প্রার্থী মোজাম্মেল হোসেন ওয়ার্ডবাসীর দোয়া সমর্থন ভালো বাসা য় সিক্ত হতে চান।
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী টিউবওয়েল মার্কার মেম্বর প্রার্থী মোজাম্মেল হোসেন হাওলাদার। সকলকে অভিনন্দন ও নিরন্তর শুভ কামনা জানান।আস্থা রেখে পাশে থাকার অনুরোধ করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply