মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

চঞ্চল সাহা,কলাপাড়াঃ কলাপাড়ায় দিপু মাঝি (১৪) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে তার লাশটি উদ্ধার করা হয়। দিপু মাঝি চান্দুপাড়া গ্রামের তিন নাম্বার ওয়ার্ডের মৃত সাইফুল মাঝির ছেলে। এ ঘটনায় থানায় একটি ইউ,ডি মামলা হয়েছে।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.সাইফুল ইসলাম জানান, দিপু মাঝি বুধবার তার নানীর কাছে একটি সাইকেল দাবী করেছিল। নানীর তার দাবী পুরনে ব্যর্থ হওয়ায় তার সাথে অভিমান করে বড়হোতার খাল নামে একটি খালের পাড়ে শাহজাহান গাজীর পরিত্যক্ত ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। বুধবার রাতে দিপু মাঝি বাড়ীতে ফিরে না আসায় অনেক খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় লোকজন পরিত্যক্ত ওই ঘরে ঝুলন্ত লাশটি দেখে পুলিশে খবর দেয়।
স্থানীয় বাসার চৌকিদার জানান, দিপু মাঝির বাবা না থাকায় সে নানা বাড়ী থাকতো। নানীর কাছে সাইকেল চেয়ে না পেয়ে বুধবার সে আর বাড়ীতে আসেনি। এসময় বাড়ীর লোকজন ধারনা করেছিল, হয়তো কোন আত্মীয় বাড়ীতে আত্মগোপন করে আছে।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, শিশুর লাশটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউ,ডি মামলা দায়ের করা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply