শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

আমতলী প্রতিনিধিঃ তালতলী উপজেলা যুবলীগের তিন মাসের আহবায়ক কমিটি ৪ বছর পার হয়েছে। দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় নেতৃত্বে আসতে পারছেন না নবীনরা। গত ৪ মাস আগে সাত ইউনিয়ন যুবলীগের সম্মেলন করলেও দিতে পারেনি কমিটি। এনিয়ে ক্ষোভ বাড়ছে উপজেলা ও ইউনিয়ন যুবলীগের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে।
তালতলী উপজেলা আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তালতলী উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয় ২০১৯ সালের ৩১ জুলাই । ২১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে মারুফ রায়হান তপুকে আহবায়ক ও হাবিবুর রহমান কামাল মোল্লা, শামীম পাটোয়ারী ও ইমরান হোসেন রাসেলকে যুগ্ম-আহবায়ক করা হয়। নিয়ম অনুযায়ী তিন মাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও গত ৪ বছর পার হলেও তা করতে পারেননি তারা। চলতি বছরের ১৫ জানুয়ারী যুবলীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে উপজেলা যুবলীগের সম্মেলনের জন্য একটি বর্ধিত সভা হয়। সেখানে এক মাসের ভেতরে উপজেলার ৭টি ইউনিয়নের যুবলীগের সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষনা করার নির্দেশ দেন কেন্দ্রীয় যুবলীগ। তবে বর্ধিত সভার তিন মাস পরে ইউনিয়নের সম্মেলন শুরু করেন। এই সম্মেলনের ৪ মাসেও কোনো কমিটি দিতে পারেনি তারা। দীর্ঘদিন ধরে একই কমিটি জেঁকে বসে থাকায় হতাশায় ভুগছেন পদপ্রত্যাশীরা।
খোদ যুবলীগ নেতাদেরই অনেকে নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেছেন মেয়াদ উত্তীর্ণ কমিটির নিয়ন্ত্রক নেতাদের স্বেচ্ছাচারিতা, অগণতান্ত্রিক ও নেতিবাচক কর্মকান্ডে তারা ক্ষুব্ধ। আহবায়ক কমিটি গঠন হওয়ার পর আজ পর্যন্ত কোনো ইউনিয়ন ও ওয়ার্ডের পুর্নাঙ্গ কমিটি হয়নি। যে কারণে নেতৃত্ব বিকাশ এবং সংগঠনে গতিশীলতা তৈরি হয়নি। অবিলম্বে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি করেন।
নেতাকর্মীরা বলেন, এর আগে একাধিকবার কমিটি গঠন নিয়ে গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। ফলে চার বছর ধরে আহবায়ক কমিটি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে উপজেলা যুবলীগ। বর্তমানে এই কমিটি ফের ক্ষমতায় থাকার জন্য নিজেদের লোক দিয়ে ইউনিয়ন সম্মেলনের সভাপতি ও সম্পাদক পাওয়ার তদবির চালাচ্ছেন। তাদের এই পছন্দের লোক নিয়ে উপজেলা কমিটি গঠনে প্রভাব চালাবে। তবে আমাদের দাবি আগামী সংসদ নির্বাচনের আগে উপজেলা যুবলীগের সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা।
সভাপতি প্রার্থী ও সাবেক ছাত্র নেতা শাহজাহান টুকু বলেন, গত চার বছর আগে উপজেলায় যুবলীগের আহবায়ক কমিটি দেওয়া হয়েছে বিএনপির রাজনীতির সাথে জড়িতদের নিয়ে। তিন মাসের মধ্যে উপজেলা যুবলীগের সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও গত ৪ বছরেও তা করতে পারেনি । এছাড়া এই কমিটির বেশিরভাগ সদস্যই নিষ্ক্রিয়। অংশ নেন না সাংগঠনিক কার্যক্রমে।
এ বিষয়ে উপজেলা যুবলীগের আহবায়ক মারুফ রায়হান তপু বলেন, আমাদের কমিটি হয়েছে করোনার পূর্ব মূহুতে। করোনার দুই বছরে আমাদের দলীয় কোন কার্যক্রমে ছিল না। আমাদের যুবলীগের গঠনতন্ত্রে আহবায়ক কমিটির মেয়দ ৩ মাস উল্লেখ নেই। ইউনিয়ন সম্মেলন ৪ মাস আগে হলেও কমিটি ঘোষনা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খুব দ্রুত কমিটি দেওয়া হবে।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, দেড় বছর হলো নতুনভাবে দায়িত্ব নিয়েছি। তালতলী যুবলীগের আহবায়ক কমিটি আমাদের আমলে হয়নি। তবে তিন মাসের ভেতরে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি হওয়ার কথা। কিন্তু কি হয়েছে তা আমরা জানি না। অতি দ্রুত উপজেলা যুবলীগের সম্মেলন দেওয়া হবে। ইউনিয়ন সম্মেলন হওয়ার ৪ মাসেও কমিটি ঘোষনা করার বিষয়ে তিনি বলেন, সম্মেলন হয়েছে এখন উপজেলা আহবায়ক কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত সময়ে ইউনিয়ন কমিটি ঘোষনা দেওয়ার জন্য।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply