শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

আমতলী প্রতিনিধিঃ তালতলীতে বিভিন্ন এলাকা থেকে গরু চুরির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লাউপাড়া মাধ্যমিক বিদ্যালয় শাখার সভাপতি প্রিন্স হৃদয় , সাধারন সম্পাদক রুমান ও সাংগঠনিক সম্পাদক আসাদকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা ছাত্রদল। ওই চিঠিতে তাদের কেন স্থায়ী বহিস্কার করা হবে না তার লিখিত জবাব চাওয়া হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির নিজের ফেসবুক আইডিতে অব্যাহতি পত্রটি শেয়ার করলে মুর্হুতেই ফেসবুকে ভাইরাল হয়। উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মো. মাসুদ রানা ও সদস্য সচিব জহিরুল ইসলামের যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিটি টক অব টাউনে পরিনত হয়। বিজ্ঞপ্তিটিতে ১০ আগষ্ট তাদের এ অব্যাহতি দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয় শাখার সভাপতি প্রিন্স হৃদয়, সাধারন সম্পাদক রুমান ও সাংগঠনিক সম্পাদক আসাদের বিরুদ্ধে গরু চুরির বিষয়টি (সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার) প্রমানিত হওয়ায় তাদের কে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন স্থায়ী বহিস্কার করা হবে না তার লিখিত জবাব আগামী ৩ দিনের ভেতরে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এদিকে গত ২০ আগষ্ট লাউপাড়া এলাকার কয়েকটি বাড়ি থেকে গরু চুরি করে নেওয়ার সময় ধাওয়া খেয়ে পালিয়ে যায় স্কুল ছাত্রদলের সভাপতি, সম্পাদক,সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য জসিম উদ্দিনের ছেলে তামিমসহ তাদের সহযোগিরা।
এসময় গরু চুরি করে নেওয়ার জন্য একটি পিকআপ ভ্যান জব্দ করে পুলিশ। গরু চুরির বিষয়টি স্থানীয় ভাবে সমাধানে ব্যর্থ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরে পেছনের তারিখ দিয়ে ওই স্কুল কমিটির সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় তাদের অব্যাহতি দেখানো হয়। এছাড়াও গত বছর শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে তিন পর্যটকের ক্যামেরা,মোবাইল ও টাকা পয়শা ছিনতাই করে নেন এই প্রিন্স রিদয় ও তামিম।
তাঁতীপাড়া এলাকার গরুর মালিক মো. খোকন বলেন,আমার গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ধাওয়া খেয়ে ঐ তিনজনসহ চোর চক্র পালিয়ে যায়। এসময় একটি গাড়ি ফেলে রেখে যায়। গাড়িটি থানায় নিয়ে যায়। আমি আমার গরু ফিরে পেয়েছি ও তাদের বয়স কম হওয়াতে মামলা করিনি।
এবিষয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক নাসির উদ্দিন বলেন,শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। গরু চুরির বিষয়টি শুনেছি। পেছনের তারিখ দিয়ে কেন অব্যাহতি পত্র ও গরু চুরির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যায়।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply