শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ‘মান উন্নয়ন’ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করার জন্য শিক্ষার্থীদের উন্নত জাতের ‘আম গাছের’ চারা বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর ১২টায় কলেজ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের হাতে আমের চারা তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফাতেমা হেরেন।
কলেজ সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে মান উন্নয়ন পরীক্ষায় প্রথম হয়েছে তাজমিন আক্তার, দ্বিতীয় হয়েছে ফাতেমা এবং তৃতীয় হয়েছে শোভন সরকার। মানবিক শাখায় প্রথম হয়েছে নাসিম অস্কার, দ্বিতীয় হয়েছে মারিয়া আক্তার, তৃতীয় হয়েছে মুন্নী আক্তার এবং ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম হয়েছে দোলা রায়, দ্বিতীয় হয়েছে ইসরাত জাহান, তৃতীয় হয়েছে রত্না আক্তার।
এ সময় কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহআলম মিয়া, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক তায়েফ কুতুব উদ্দিন আহমেদ সুৃমন, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মাহবুব আলম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. হেমায়েত উল ইসলাম, ইতিহাস বিভাগের প্রভাষক মো. নাজমুল আলম বাদল উপস্থিত ছিলেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply