আমতলীতে প্রাথমিকে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন যারা | আপন নিউজ

বুধবার, ০১ মে ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
গলাচিপায় সীসা দূষণ প্রতিরোধে স্বাস্থ্যকর্মী গলচিপায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই নারীকে পি’টি’য়ে জ’খ’ম কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিতি হবে আগামী ৫জুন গলাচিপায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুরগী ব্যবসায়ীকে মা’রধ’র গলাচিপায় অপার সম্ভাবনাময় সু-স্বাদু মুগডাল যাচ্ছে জাপানে গলাচিপায় ঝিলিক সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালকের সংবাদ সম্মেলন রাঙ্গাবালীতে ভয়ংকর ‘টর্পেডো’ খালে ভেসে আসায় জনমনে আতঙ্ক এক পায়ে লাঠি ভর করে প্রথম ভোট দিতে পেরে খুশি শারীরিক প্রতিবন্ধী আখিনুর আমতলীতে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে একজনের এক মাসের দন্ড
আমতলীতে প্রাথমিকে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন যারা

আমতলীতে প্রাথমিকে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন যারা

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১১ টি ক্যাটাগরির উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জনের তালিকা প্রকাশ করেছেন বাছাই কমিটি। বুধবার এ তালিকা প্রকাশ করা হয়। শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে আনন্দ বিরাজ করছে।
জানাগেছে, আমতলী উপজেলায় ১৫৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ বিদ্যালয়গুলোতে শিক্ষার মান উন্নয়নে সরকার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষিকা, বিদ্যালয়, এসএমসি, বিদ্যোৎসাহী সমাজকর্মী, কাব শিক্ষক, কর্মচারী,সহকারী শিক্ষা অফিসার ও ঝড়ে পড়া কমানো শ্রেষ্ঠ স্কুলসহ ১১ টি ক্যাটাগরিতে ভাগ করেছেন। উপজেলা বাছাই কমিটি বুধবার ১১ ক্যাটাগরির শ্রেষ্ঠ তালিকা প্রকাশ করেছেন। এতে শ্রেষ্ঠ হলেন প্রধান শিক্ষক মোঃ বশির উদ্দিন, প্রধান শিক্ষিকা কামরুন্নাহার, সহকারী শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম , সহকারী শিক্ষিকা ফজিলাতুন নেছা পাপড়ি, বিদ্যালয় চন্দ্রা চৌধুরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, এসএমসি আবদুল ওহাব মিয়া, বিদ্যোৎসাহী সমাজকর্মী পৌর মেয়র মতিয়ার রহমান, কাব শিক্ষক মোঃ শাহ আলম মিঞা, কর্মচারী মোঃ আবুল হোসেন,সহকারী শিক্ষা অফিসার কাজী মনিরুজ্জামান রিপন ও ঝড়ে পড়া কমানো স্কুল ৪৯ নং চাওড়া চালিতাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।
শ্রেষ্ঠ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ আসমা দিল আফরোজ বলেন, প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে নিরলসভাবে কাজ করে আসছি। বিদ্যালয়ের সকল শিক্ষক ও অভিভাবকদের প্রচেষ্টায় আমার বিদ্যালয় উপজেলায় শ্রেষ্ঠ হয়েছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোঃ বশির উদ্দিন বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার একটি ভালো পদক্ষেপ নিয়েছে। এতে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য প্রতিযোগীতা বাড়বে। প্রতিযোগীতা বাড়লে লেখাপড়ার মান বৃদ্ধি পায়।
শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কাজের মূল্যায়ন করেছে সরকার। শিক্ষার মান উন্নয়নে আরো কাজ করে যাব।
আমতলী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান বলেন, ১১ টি ক্যাটাগরির শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষক,কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে।
বাছাই কমিটির সভাপতি ইউএনও মনিরা পারভীন বলেন, প্রাথমিক শিক্ষার গতিশীলতা বাড়াতে সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। তিনি আরো বলেন, যাদের প্রতিভা আছে. তারাই শ্রেষ্ঠত্ব অর্জন করছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

Design By JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!