বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

আপন নিউজ ডেস্কঃ কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের ধানিখালী মহের উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে “যুবক-যুবতী নেতৃত্বধীন প্রাথমিক দুর্যোগ সতর্কতা অভিযান” শীর্ষক বিশেষ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে ওয়ার্ল্ড কনর্সান বাংলাদেশ।
অনুষ্ঠানে দুর্যোগের পূর্বপ্রস্তুতি, দুর্যোগ চলাকালীন করণীয় ও দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থী, যুবসমাজ ও স্থানীয় জনগণকে সচেতন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এ এইচ এম এরফান সভাপতিত্ব করেন অনুষ্ঠানে। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. আসাদুজ্জামান সোহাগ, মো. ইকবাল হোসেন, নুপুর সিকদার, মোসা. কহিনুর আকতার এবং THRIVE প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক এলিয়াস মূর্মু।
কর্মসূচিতে দুর্যোগ প্রস্তুতি বিষয়ে আলোচনা, সচেতনতামূলক উপস্থাপনা, নিরাপদ আশ্রয় গ্রহণ, উদ্ধারপ্রক্রিয়া প্রদর্শনীসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। বক্তারা বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও বন্যার মতো জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় তথ্যনির্ভর প্রস্তুতি ও স্কুল পর্যায়ের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে দুর্যোগ ঝুঁকি হ্রাসে যুব নেতৃত্ব গঠন বড় ভূমিকা রাখতে পারে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত বক্তারা দুর্যোগবিষয়ক কবিতা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। দিনব্যাপী কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এবং ভবিষ্যতে নিজ এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনায় আরও সক্রিয় ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply