বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ সমাপ্ত | আপন নিউজ

বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে গণভোটের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় নিলেন মহিপুরের মন্নান হাওলাদার পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন
বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ সমাপ্ত

বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ: নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ সমাপ্ত

আপন নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সফল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ রবিবার (৩০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে। নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানের আমন্ত্রণে অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র, আইন-বিচার, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টারা বানৌজা খালিদ বিন ওয়ালিদ থেকে চূড়ান্ত দিনের মহড়া প্রত্যক্ষ করেন। এ সময় উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পাঁচ দিনব্যাপী এ মহড়ায় নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইনসুইপার, পেট্রোলক্রাফট, মিসাইল বোটসহ উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ অংশ নেয়। এছাড়া অংশ নেয় মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার ও বিশেষায়িত ফোর্স। বাংলাদেশ বিমানবাহিনী, কোস্টগার্ডসহ বিভিন্ন মেরিটাইম সংস্থাও অংশগ্রহণ করে।

মহড়ায় নৌ রণকৌশল অনুশীলন, সমুদ্র এলাকায় পর্যবেক্ষণ, লজিস্টিক অপারেশন এবং উপকূলীয় নৌ স্থাপনার প্রতিরক্ষা অনুশীলন পরিচালিত হয়। চূড়ান্ত দিনে জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, শোল্ডার লঞ্চড সারফেস-টু-এয়ার মিসাইল ফায়ারিং, এন্টি-এয়ার র‌্যাপিড ফায়ার, রকেট ডেপথ চার্জ ফায়ারিং, UAV অপারেশন এবং নৌকমান্ডোদের HVBSS অনুশীলন অনুষ্ঠিত হয়।

সমুদ্রসীমায় সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র সম্পদের সুরক্ষা, নৌপথের নিরাপত্তা, চোরাচালান ও জলদস্যু দমন এবং উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণই এ মহড়ার মূল উদ্দেশ্য।

মহড়ার সফল সমাপ্তিতে উপস্থিত অতিথিবৃন্দ অংশগ্রহণকারী কর্মকর্তা ও নাবিকদের অভিনন্দন জানান এবং তাদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। পাশাপাশি দেশের সমুদ্রসীমা রক্ষা এবং জাতীয় অর্থনীতিতে নৌবাহিনীর সক্রিয় ভূমিকারও প্রশংসা করেন তারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!