বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

কলাপাড়া প্রতিনিধিঃ পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃস্থানীয় ব্যক্তি মুফতি হাবিবুর রহমান হাওলাদার। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে কলাপাড়া প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “৩০ বছরের সম্পর্ক ছিন্ন নয়-জন্মভূমির মানুষের টানেই আমি ফিরে এসেছি। এই জনপদের উন্নয়ন, মানুষের অধিকার ও কল্যাণের জন্য নির্বাচন করতে চাই।”
তিনি জানান, দলীয় সিদ্ধান্তে অন্য আসনে পাঠানোর চেষ্টা করা হলেও তিনি তা মেনে নিতে পারেননি। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং অসুস্থ হয়ে স্ট্রোক পর্যন্ত করেন। “আমি বুঝেছি, এই অঞ্চল ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। কলাপাড়া, মহিপুর ও রাঙ্গাবালীর মাটি ও মানুষের সাথেই আমার হৃদয়ের সম্পর্ক,”-বলেন তিনি।
মুফতি হাবিবুর রহমান তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে বলেন, ২০০০ সাল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলার সভাপতি, ২০১১ থেকে ২০২২ পর্যন্ত পটুয়াখালী জেলা সভাপতি, শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, কোরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং এলাকার বিভিন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।
তিনি অভিযোগ করেন, টাকা ও শক্তির রাজনীতিতে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত হচ্ছে। “১০০ টাকার সুবিধা পেতে গিয়ে মানুষ ১০ লাখ টাকার অধিকার হারাচ্ছে। যারা দল বদলে হঠাৎ এমপি হওয়ার স্বপ্ন দেখছে, তাদের এলাকার প্রতি দায়িত্ববোধ কতটুকু-তা জনগণই বিচার করবে,” বলেন তিনি।
আগামী নির্বাচনে জনগণের সমর্থন চেয়ে তিনি বলেন, “আমাকে নির্বাচিত করলে সংসদে গিয়ে এ জনপদের উন্নয়ন, দুর্দশা দূরীকরণ এবং মানুষের অধিকার আদায়ে সর্বোচ্চ ভূমিকা রাখব। যে দলই ক্ষমতায় থাকুক, আমি আমার এলাকার স্বার্থেই কাজ করব।”
চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের অঙ্গীকারও করেন তিনি।
সাধারণ ও সাদামাটা জীবনযাপনের অঙ্গীকার করে তিনি বলেন, “গাড়ি-বাড়ির বিলাসিতা নয়-মানুষের সেবা করাই আমার লক্ষ্য। দায়িত্ব পেলে আজকের চেয়ে বেশি বিলাসী জীবনযাপন করব না।”
শেষে তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন,“আপনাদের সঙ্গে নিয়ে কলাপাড়া, মহিপুর ও রাঙ্গাবালীকে ইসলামী আদর্শভিত্তিক আধুনিক মডেল এলাকায় রূপ দিতে চাই।”
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ,মাওলানা মোস্তাফিজুর রহমান, এ্যাড. জেড এম কাওছার , মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, আবু ইউসুফ আশরাফী, ইয়াকুব তাসরিফ, মহিবুল্লাহ শরীফ, হাফেজ শফিক, মোকসেদুল বয়াতি, জাফর খান, মোঃ জুবায়ের, মোঃ নেছার গাজী সহ নেতৃবৃন্দরা।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply